দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের বর্তমান রাষ্ট্রপতি শি জিনপিং খুব শীঘ্রই তৃতীয় কার্যকালের জন্য মনোনীত হতে চলেছেন। শুধু তাই নয়, তিনি আজীবন ক্ষমতায় থাকার নীতিমালাও কার্যকর করতে চলেছেন!
একটি গুরুত্বপূর্ণ সম্মেলন করে কমিউনিস্ট পার্টি শি জিনপিংকে তৃতীয় কার্যকালের জন্য মনোনীত করার এই ঘোষণা করতে চলেছে। বেইজিংয়ে হতে চলা একটি উচ্চ স্তরীয় বৈঠকে পার্টির ১০০ বছরের ইতিহাস নিয়ে পুনর্মূল্যায়ন করার জন্য একটি সংকল্প জারি করা হবে। তারপর শি জিনপিং মাও সে-তুং এবং দেং জিয়াওপিং-র পর চীনের এক যুগান্তকারী নেতা ঘোষিত হবেন।
এক চীনা ইতিহাসবীদ মনে করেন, জিনপিংয়ের মতো সাম্প্রতিক কোনও নেতা চীনের ইতিহাসে তেমন কোনও যায়গা করে নিতে পারেননি। ৬৮ বছর বয়সী জিনপিং এই দশকে চীনের সবথেকে বড় একজন নেতা হিসেবে উঠে এসেছে। দেশে দুর্নীতি ও দারিদ্রতার বিরুদ্ধে উনি কিছু কঠোর পদক্ষেপও গ্রহণ করেরেছন। চীনের শক্তি বিশ্বের সামনে তুলে ধরার জন্য জিনপিং দেশটির মানুষের কাছে হিরো হয়ে ওঠেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, আগামী বছর চীনা কম্যুনিস্ট পার্টির কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন হবে। দুই দশকে মাত্র একবার অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনেই নেওয়া হয় দেশটির ভাগ্য এবং নীতিনির্ধারণী সকল সিদ্ধান্ত। ওই অধিবেশনে গত ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয়বারের মতো ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে পারেন শি জিনপিং, যা তার আজীবন শাসনের পথকে নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।