দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২১ সালে করোনা ভাইরাসের প্রকোপ থাকলেও পিছিয়ে থাকেনি কোম্পানীগুলো। দুর্দান্ত সব স্মার্টফোন বাজারে এসেছে এ বছর।
এই ফোনগুলির মধ্যে পাওয়ারফুল ক্যামেরার কারণে শিরোনামে উঠে আসে বেশ কিছু ফোন। দেখে নিন ২০২১ সালের এমন কিছু সেরা ক্যামেরা ফোন সম্পর্কে।
আইফোন ১৩ প্রো/আইফোন ১৩ প্রো ম্যাক্স :
আমরা যদি এ বছরের ২০২১ সালের সেরা ক্যামেরা ফোনের কথা বলি, তাহলে এই ফোন রয়েছে ১ নম্বরে। এতে একটি নতুন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে যা ছবির জন্য ৪৭% বেশি আলো ক্যাপচার করতে সক্ষম। কোম্পানী ১.৭ ইউএম সেন্সর পিক্সেল ও এফ/১.৬ অ্যাপারচার-সহ সেন্সর শিফট অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনও দিয়েছে এই ফোনটি। এই ফোনের নাইট মোড খুবই দ্রুত কাজ করে। আইফোন ১৩-এ আপনি একটি ১২-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও পাচ্ছেন। আরও রয়েছে এফ/২.৪ অ্যাপারচার। এই ফোনের ক্যামেরার প্লাস পয়েন্ট-এর সিনেম্যাটিক ভিডিও মোড। এটি রাক ফোকাস সাপোর্ট করে। এই ফোন দিয়ে আপনি একটি সিনেমাও তৈরি করে ফেলতে পারবেন। সিনেম্যাটিক মোডে ক্যামেরা নিজেই ফোকাস করা শুরু করে এবং বিষয় অনুযায়ী ডিফোকাসও করে।
স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা :
এই ফোনটিতে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা । এই ফোনে দেওয়া হয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। যারমধ্যে সেকেন্ডারি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল। এতে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও রয়েছে। তৃতীয় ক্যামেরাটি ১০-মেগাপিক্সেল টেলিফটো লেন্স। রয়েছে ৩এক্স জুম। এতে আপনি পাবেন ১০ মেগাপিক্সেল চতুর্থ ক্যামেরা। ক্যামেরাটিতে আরও রয়েছে ১০০এক্স জুম ফিচার।
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা :
এই স্মার্টফোনটিতে একটি বিশেষ ক্যামেরা দিয়েছে স্যামসাং। এই স্মার্টফোনের পিছনের প্যানেলে প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। এতে রয়েছে এটি ৫এক্স অপটিক্যাল জুম। স্মার্টফোনে সেলফি তোলার জন্য ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দিয়েছে কোম্পানীটি।
গুগল পিক্সেল ৬ প্রো :
এই ফোনের পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেট-আপ পাবেন। প্রাথমিক ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল। এটি ২০৫এক্স বেশি আলো ক্যাপচার করতে সক্ষম। সেকেন্ডারি ক্যামেরা ১২ মেগাপিক্সেল। তাছাড়াও রয়েছে ৪৮ মেগাপিক্সেল থার্ড সেন্সর। এই ক্যামেরাটি ২০এক্স রেজলিউশন জুম সাপোর্ট করে।
হুয়াওয়ে মেট ৪০ প্রো :
হুয়াওয়ের এই ফোনটিতে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। মেট ৪০ প্রো তে ৩টি ক্যামেরা সেন্সরসহ আপনি ১০এক্স অপটিক্যাল জুম পাবেন। এফ/৪.৪ অ্যাপারচার সহ একটি ৮-মেগাপিক্সেল সুপারজুম ক্যামেরাও রয়েছে এই স্মার্টফোনে। এর পিছনে রয়েছে একটি ৩ডি ডেপথ সেন্সিং ক্যামেরা।
ওয়ানপ্লাস ৯ প্রো :
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ৯ প্রো কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। তাছাড়াও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। এ ছাড়াও ফোনে একটি ২ মেগাপিক্সেল লেন্সও রয়েছে। ভিডিও কলিংয়ের জন্য স্মার্টফোনে একটি ১৬-মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।