দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা কতোটা দুর্বল তা প্রমান করতে এবার ভিন্নধর্মী এক কান্ড ঘটালেন প্যালেস্টাইনের এক হ্যাকার যার নাম খলিল শেরাত। তিনি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফেসবুক টাইমলাইনে প্রবেশ করে সেখানে ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি বিষয়ক একটি লিখা পোস্ট করেন।
সাধারণত ফেইসবুকে যদি কাউ তাঁর টাইমলাইনে বিশেষ প্রাইভেসি দিয়ে রাখে সেক্ষেত্রে কেউ সেখেনে কোন কিছু পোস্ট করতে পারেনা এছাড়া তারা একে অপরের বন্ধু তালিকায় না থাকলে টাইমলাইনে পোস্ট করা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। এক্ষেত্রে খলিল শেরাত এই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন।
খলিল শেরাত দাবি করেন তিনি ফেইসবুকের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং কিভাবে তা সারানো যাবে তা নিয়ে বার বার ফেইসবুক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বিফল হওয়ার পর মার্ক জাকারবার্গের টাইমলাইন হ্যাক করেন এবং সেখানে ফেইসবুকের নিরাপত্তা ত্রুটির বিষয়ে বিস্তারিত জানান।
খলিল শেরাত বলেন, “আমি ফেইসবুককে বার বার তাদের দুর্বলতা জানাতে মেইল করেছি কিন্তু তারা আমার কোন মেইলের উত্তর না দিলে আমার কাছে তাদের প্রধান নির্বাহীর ফেইসবুক টাইমলাইনে প্রবেশ করা ছাড়া বিকল্প কিছু করার ছিলনা।“
এদিকে খলিল শেরাত সূত্রে জানা গেছে তিনি মার্ক জাকারবার্গের টাইমলাইন হ্যাক করার পর পর ফেইসবুক কর্তৃপক্ষ তাঁর সাথে যোগাযোগ করে এবং তাঁর কাছে বিস্তারিত জানতে চায় কিন্তু পরে তারা খলিল শেরাতের দাবি করা ফেইসবুক ত্রুটির বিষয়টি নাকচ করে দেন এবং উল্টো খলিল শেরাতের ফেইসবুক আইডি’টি বন্ধ করে দেন।
সাধারণত ফেইসবুক তাদের ওয়েব সাইটের কোন দুর্বলতা যদি কেউ দেখিয়ে দিতে পারে তবে তাকে বিশেষ পুরুস্কার প্রদান করে থাকে। এক্ষেত্রে এদিকে খলিলকে কোনোরূপ পুরুস্কারও প্রদান করা হয়নি। কারণ খলিলের গৃহীত ব্যবস্থা ফেইসবুক নীতিমালার পরিপন্থী।
http://youtu.be/F9J8U9ZpEnw
সূত্রঃ দি টেকজার্নাল।