দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ পার্লামেন্ট হাউস অফ কমন্স এ ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লাইভ ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া তার ওই বক্তব্যের পর কথা বলেছেন যুক্তরাজ্যের নেতারা। তারা জেলেনস্কি ও ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘সাধারণ ইউক্রেনীয়রা তাদের সাহসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিতও করছে। তিনি আরও বলেছেন, যুক্তরাজ্য ও মিত্ররা ইউক্রেনের জন্য সামরিক অস্ত্র সরবরাহ করবে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ ও তাদের আক্রমণের বিরুদ্ধে চাপ বাড়াতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।’
পুতিন এই লড়াইয়ে ব্যর্থ না হওয়া পর্যন্ত ও ইউক্রেন আরও একবার মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য সম্ভাব্য প্রতিটি পদক্ষেপ ব্যবহার করবে বলেও জানিয়েছেন বরিস জনসন।
যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা স্যার কেয়ার স্টারমার বলেছেন যে, ‘আমরা প্রত্যেকেই প্রেসিডেন্ট জেলেনস্কির সাহসিকতা, সংকল্প ও নেতৃত্ব দ্বারা অনুপ্রাণিত হয়েছি। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, স্বাধীনতা ও গণতন্ত্র অমূল্য।’
‘তিনি (জেলেনস্কি) তার শক্তি দেখিয়েছেন ও আমাদের অবশ্যই তাকে এবং ইউক্রেনীয় জনগণকে সমর্থন দিতে হবে। ইউক্রেনের জয় হোক’, সেইসঙ্গে যোগ করেন তিনি।
পরে এসএনপি নেতা ইয়ান ব্ল্যাকফোর্ড প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্যার কেয়ার স্টারমারের কথার পুনর্ব্যক্তও করেন। তিনি বলেন যে, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি, আমরা আপনাকে স্যালুট জানাচ্ছি।’
ইয়ান ব্ল্যাকফোর্ড বলেছেন, ‘যুক্তরাজ্য সরকার ইউক্রেনের জনগণের পাশে আছে এবং রাশিয়াকে নিন্দা জানায়। ইউক্রেনে শান্তি, ন্যায়বিচার ও সার্বভৌমত্ব অবশ্যই আবার ফিরে আসবে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।