দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম সংস্থা টেসলা বিশ্ববাসীর সামনে বরাবরই নতুনত্ব চমক নিয়ে হাজির হয়ে থাকে। এবার টেসলা তৈরি করছে বৈদ্যুতিক গাড়ির জন্য বিশ্বের বৃহত্তম সুপারচার্জার স্টেশন।
টেসলা তাদের সুপার চার্জার স্টেশনের পদাঙ্ক বাড়াতে সব সময়ই তৎপর। টেসলা এবার তাদের বৃহত্তম সুপারচার্জার স্টেশন তৈরিতে মনোযোগ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত মোজাভি মরুভূমিতে গড়ে তোলা হবে এই দানবাকৃতি চার্জিং স্টেশনটি। দেশটির লস অ্যাঞ্জেলস ও লাস ভেগাসের মাঝামাঝি স্থানে রয়েছে ওই মরুভূমি।
২০২০ সালে ২ হাজার ৫৬৪টি স্টেশনে ২৩ হাজার ৭৭৭টি সুপারচার্জার ছিল এই সংস্থাটির। ২০২১-এ স্টেশন এবং সুপার চার্জারের সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে ৩ হাজার ৪৭৬টি এবং ৩১ হাজার ৪৯৮টি। এখন টেসলার চার্জিং স্টেশনের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন। কারণ হলো টেসলা তাদের ওই কেন্দ্রগুলিতে অন্যান্য সংস্থার ইলেকট্রিক গাড়িও চার্জ দেওয়ার ব্যবস্থা চালু করতে যাচ্ছে।
জানা গেছে, এই মোজাভি মরুভূমির নির্মীয়মান চার্জিং স্টেশনে থাকবে ১০০টি স্টল। সুপারচার্জারগুলি বসাতে আর কয়েক মাস বাকি রয়েছে। গাড়ির ব্যাটারি যাতে দ্রুত চার্জ হয়, সে কথা মাথায় রেখেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে টেসলার সুপারচার্জার।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার বারস্টো শহরে অনেক পূর্বেই টেসলার দুটি সুপারচার্জার স্টেশনও তৈরি হয়েছে। সেগুলোতে স্টলের সংখ্যা যথাক্রমে ১৬ এবং ১৮টি। আয়তন এবং ক্যাপাসিটির দিক থেকে মোজাভির আপকামিং স্টেশনটি হতে চলেছে বিশ্বের মধ্যে টেসলার সবচেয়ে বড় এই সুপারচার্জার স্টেশন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।