দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই আধুনিক যুগেও আমাদের সামনে উঠে আসে আদি আমলের কিছু রীতি। যা আমাদের বিস্মিত করে। শতাব্দির পুরনো রীতি মেনে কুমির বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!
সাদা গাউন ও স্বর্ণালঙ্কার পরিয়ে একটি জ্যান্ত কুমিরকে বিয়ে করেছেন মেক্সিকোর জনৈক মেয়র। এই বিয়ে দেখতে হাজির হয় দূর-দূরান্ত থেকে বহু মানুষ। অদ্ভুত এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় মেক্সিকোর ওজাকা প্রদেশে। বিয়ের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শত বছরের পুরোনো রীতি ধরে রাখতেই এমন বিয়ের আয়োজন করে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। তাছাড়াও প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র গড়ে তুলতে এই বিয়ের মাধ্যমে প্রার্থনাও করেছেন তারা!
ওক্সাকা উপকূলে স্যান পেড্রো হুয়ামেলুলা নামে জেলেদের ছোট্ট একটি গ্রামে (৩০ জুন) আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই বিয়ের। অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ মেক্সিকোর দক্ষিণের রাজ্য ওক্সাকায় অনেকগুলো জাতিগোষ্ঠী বসবাস করে। অত্যন্ত কঠোরভাবে যারা নিজেদের ভাষা ও ঐতিহ্য রক্ষা করে আসছেন তারা।
এই বিষয়ে মেয়র সোসা বলেছেন, নদীতে যাতে অনেক মাছ পাওয়া যায়, সেজন্যই প্রকৃতির কাছে আমরা অনেক বৃষ্টি ও খাবার প্রার্থনা করেছি এই ‘রীতি বিয়ে’র মাধ্যমে।
মেক্সিকোর গণমাধ্যম মেক্সিকান টাইমস জানিয়েছে, কুমিরের সঙ্গে মেয়রের বিয়েতে কমতি ছিল না কোনো রকম আয়োজনের। শুধু তা -ই নয়, আদিবাসী আয়োজনের সঙ্গে যোগ করা হয়েছে খ্রিস্টান বিয়ের রীতিনীতিও। সে জন্য বিয়ের দিন কনেকে অর্থাৎ কুমিরকে সাজানো হয় সাদা গাউন এবং স্বর্ণালঙ্কার দিয়ে।!
তবে এই বিয়ে শুরুর আগে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে হিংস্র ওই কুমিরটির মুখ বেধে রাখা হয় দড়ি দিয়ে। তারপর বহু মানুষে সামনে ওই এলাকার রীতি অনুযায়ী বিয়ে হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।