দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশী নির্মাতা আহমেদ তাহসিন শামস নির্মিত চলচ্চিত্র ‘দেহ স্টেশন’ মুক্তি পেলো আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইমে।
জুলাই থেকে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকরা দেখতে পাচ্ছেন এই সিনেমাটি। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন ‘দেহ স্টেশন’ সিনেমাটি।
সমাজে নানাভাবে সমালোচনার বিষয়ে তৈরি চলচ্চিত্রটিতে মূলত একজন যৌনকর্মীর জীবন সংগ্রামের মধ্যেও ‘সুন্দর ভবিষ্যতের মাত্রা’ ফুটে উঠেছে।
এই বিষয়ে নির্মাতা বলেছেন, ‘‘যৌনকর্মীদের জীবনের বিষন্নতা ফুটিয়ে তুলতেই সিনেমাটি সাদা কালো রাখা হয়েছে। আমাদের দেশিয় বাস্তবতায় প্রেক্ষাগৃহে প্রদর্শনের কথা ভাবা হয়নি। তাই এটি মুক্তি পেলো ওটিটি প্লাটফর্মে। আশা করছি দেশের দর্শকরাও শীঘ্রই উপভোগ করবেন এই সিনেমাটি।’’ এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কোলকাতার অভিনেত্রী মৌমিতা মিত্র।
সিনেমা সম্পর্কে তিনি বলেন, ‘‘আমার চরিত্র এমন একটি চরিত্র, যেখানে কখনও স্নেহময়ী মা, কখনও আবার বড় বোন, কখনও যৌনকর্মী। প্রতিটি চরিত্রই এতো স্বতন্ত্র ছিলো যে, বিশ্বাসযোগ্যভাবে চরিত্রটি ফুটিয়ে তোলা সত্যিই চ্যালেঞ্জিং ছিল।’’
মৌমিতা ছাড়াও এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের শাহাদাত হোসাইন, প্রয়াত এস এম মোহসিন, হোসাইন মোহাম্মদ বেলাল, আহমেদ রানা, ফারহানা ইভা, মোহাম্মদ ইকবাল হোসাইন, সৈকত সিদ্দিকী সহ অনেকেই।
উল্লেখ্য যে, নির্মাতা আহমেদ তাহসিন শামস বাংলাদেশের নটরডেম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের একজন সহযোগী অধ্যাপক। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব নটরডেমে শিক্ষকতা করছেন। ২০১১ সালে তার নির্মিত টেলিফিল্ম ‘শূন্যের আবৃত্তি’ মুক্তি পায় দেশে। ‘দেহ স্টেশন’ হলো তার দ্বিতীয় নির্মাণ। এছাড়াও একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তার পরবর্তী চলচ্চিত্র ‘আরশিনগর’-এর নির্মাণ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।