দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভয়ঙ্কর এক সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই ঝড়ের কারণে সমস্যা তৈরি হতে পারে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাতেও। বিপুল অংশে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা।
সোমবার (১৫ আগস্ট) পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে এই সৌরঝড় দু’টি। এই ঝড়ের গতিবেগ হলো প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ কিলোমিটার। বিজ্ঞানীদের আশঙ্কা হলো, এর ফলে থমকে যেতে পারে প্রযুক্তির সাহায্যে চলা সব কিছু।
আমেরিকার ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ (এনওএএ)-এর মহাকাশ ভবিষ্যদ্বাণী অনুযায়ী জানা যায়, সূর্য পৃষ্ঠে একটি নতুন ভূ-চৌম্বকীয় ঝড়ের খোঁজ পাওয়া গেছে। তার প্রভাব পৃথিবীর জনজীবনের উপরেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আমেরিকার এক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়, জি ২ ক্যাটাগরির একটি ঝড় দেখা গেছে।
বিজ্ঞানীদের আশঙ্কা যে, ১৫ আগস্ট পৃথিবীর বুকে আছড়ে পড়বে এই ঝড় দু’টি। এই ঝড়ের গতিবেগ হলো প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ কিলোমিটার।
এ সম্পর্কে স্পেস ওয়েদার ডট কমের পক্ষে বলা হয়েছে যে, হয়তোবা সূর্যের ভিতরে একটি ছিদ্র তৈরি হয়েছে। সেই ছিদ্র পথেই সৌরঝড় বেরিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে।
পৃথিবীতে এই ঝড় এসে পড়লে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। আবার রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হতে পারে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর এর প্রভাবও পড়তে পারে অনেকটা।
এতে আরও বলা হয়, যে কারণে সমস্যা হতে পারে জিপিএস সিগন্যালিং ব্যবস্থাতেও। মোবাইল ফোন, এমন কি টিভিও ঠিকভাবে কাজ করতে নাও পারে। কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে নেমে আসতে পারে আঁধার কারো অন্ধকার। যদিও বড় ক্ষতি হওয়ার আশঙ্কা তেমন একটা নেই। কারণ হলো, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রই পৃথিবীকে রক্ষা করবে। তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।