দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে এফবিআই অন্য দেশের পরমাণু তথ্য পেয়েছে। অন্য দেশের প্রতিরক্ষাসংক্রান্ত নথিও রয়েছে।
গত ৮ আগস্ট ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচের বাড়িতে অভিযান চালায় এফবিআই। বাড়ি থেকে ১১ হাজারেরও বেশি নথি উদ্ধার করে তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে এইসব তথ্য যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বা শত্রু দেশের কি না, তা অবশ্য জানা যায়নি।
প্রকাশিত খবরে জানা যায়, উদ্ধার করা নথিপত্র এতোটাই গোপনীয় ছিলো যে, প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্য ছাড়া অন্য কারও দেখার অনুমতি নেই। অন্য দেশের পারমাণবিক শক্তির বিবরণ কেনো একজন মার্কিন নাগরিকের বাসভবনে রাখা হয়েছে, তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বাসভবনটি নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য ক্লাব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দেশের নিরাপত্তাসংক্রান্ত স্পর্শকাতর নথিপত্র কীভাবে ট্রাম্পের বাড়িতে রাখা হলো, তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। উল্লেখ্য, প্রেসিডেন্ট ভবন থেকে বিদায় নেওয়ার সময় বেশ কিছু নথিপত্র নিজের কাছে রেখে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বারবার বলার পরও কিছু নথিপত্র ফিরিয়ে দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন যে, তার কাছে আর কোনো রকম গুরুত্বপূর্ণ নথি নেই।
ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার হওয়া পারমাণবিক অস্ত্রের নথিপত্র প্রকৃতপক্ষে কোন দেশের, তা প্রকাশ করেনি এফবিআই। বাড়ির কোন অংশে কীভাবে ওই নথিপত্র পাওয়া গেছে, সেটিও জানানো হয়নি। যেহেতু ট্রাম্পের বাড়িটি মূলত ক্লাব হিসেবেও ব্যবহার করা হয়, তাই নথিপত্রগুলো আদোতেও গোপনভাবে রাখা ছিল কি না, তা নিয়েও সংশয় থেকেই যাচ্ছে। জানা গেছে, নথিপত্রগুলো খতিয়ে দেখার জন্য মার্কিন মন্ত্রিসভার কাছ থেকে বিশেষ অনুমতিও নিতে হচ্ছে এফবিআই কর্মকর্তাদের। এই তথ্য দিয়ে আলজাজিরা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।