দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি এমন হয় আপনি কম্পিউটারের সামনে গেলেন আর আপনার গায়ের গন্ধ টের পেয়েই খুলে গেলো আপনার কম্পিউটার! আসলে এমনও কী হতে পারে?
এটি কোনো রূপকথার গল্প নয়, গবেষকরা দাবি করেছেন গায়ের গন্ধও পাসওয়ার্ড হতে পারে। এক খবরে এই তথ্য জানিয়েছে পিটিআই।
সাইবার দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবস্থা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাইতো শক্তিশালী পাসওয়ার্ডের খোঁজে গবেষকরা নানা বিষয় নিয়ে গবেষণা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে হূত্স্পন্দনসহ কতো রকম পাসওয়ার্ডের কথা এতোদিনে হয়তো আপনারা জেনেছেন। এবার গবেষকরা বলেছেন, মানুষের গায়ের গন্ধও নতুন বায়োমেট্রিক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার হতে পারে।
স্পেনের গবেষকরা দাবি করে বলেছেন, প্রতিটি মানুষের গায়ের গন্ধের ধরন ভিন্ন ও প্রতিটি মানুষের এই গায়ের গন্ধ সবসময় একইরকম থাকে। তাই এই পদ্ধতিটিকে কাজে লাগানো গেলে বর্তমানে প্রচলিত বিভিন্ন পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে এবং এতে নিখুঁত ফলও পাওয়া যাবে।
বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ স্ক্যানকে প্রায় নিখুঁত পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবে মনে করা হয়ে থাকে।
গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে, শতকরা ৮৫ শতাংশ ক্ষেত্রে গায়ের গন্ধকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে সাফল্যও পেয়েছেন তারা। গায়ের গন্ধের এই পাসওয়ার্ড পদ্ধতিটির উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন গবেষকরা। হয়তো খুব কম সময়ের মধ্যে আমরা এমন পাসওয়ার্ড দেখতে পাবো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।