দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জীবনে এত দুঃসময় আসবে তা কখনই কল্পনা করতে পারেননি আশি ও নব্বই দশকের অন্যতম অভিনেত্রী, ব্লাকবেল্ট কন্যা রঞ্জিতা। অসহায় অবস্থায় পড়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন রঞ্জিতা।
পারিবারিক বিবাদ, ছোট বোন ও তার স্বামীর ষড়যন্ত্র এবং সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে যেনো জীবনের সব কূল-কিনারাই তিনি হারিয়ে ফেলেছেন এই অভিনেত্রী।
সুচিকিৎসার জন্য যে অর্থকড়ি প্রয়োজন বর্তমানে তাও তার কাছে নেই। এখন তাই বাঁচার আকুতিটাই কেবল করে আসছেন। সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর বনশ্রীর ভাড়া বাসায় স্ট্রোকে আক্রান্ত হন রঞ্জিতা। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুগদা জেনারেল হাসপাতালে। মডেল উল্কা হোসেন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেত্রী নাসরিন, শাহনুর, সাংবাদিক দুলাল খান শুভাকাঙ্খি উজ্জ্বল এদের তাৎক্ষণিক সহায়তা এবং প্রচেষ্টায় তার চিকিৎসা করা হয়।
অরুণা বিশ্বাস রঞ্জিতার চিকিৎসা সহযোগিতার জন্য ফেসবুক লাইভে আহবান জানান। তারপর চলচ্চিত্র শিল্পী সমিতি, নায়ক বাপ্পারাজ, নায়িকা রত্না তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কিছুটা সুস্থ রঞ্জিতা বাসায় ফিরে আসেন। তবে স্ট্রোকে অনেক কিছুই হারিয়ে ফেলেন। শরীরের কিছু অংশ প্যারালাইজ হয়ে গেছে। মানসিক চিন্তা এবং অবসাদে স্মৃতি শক্তিও তার কমে আসছে। এখন স্থিরভাবে কথা বলতেও পারেন না। প্রতিদিনই তাকে ফিজিওথেরাপি নিতে হচ্ছে। আর্থিক সামর্থ না থাকায় কেবল অন্ধকার দেখছেন।
আশির দশকের শেষলগ্নে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী রঞ্জিতা। চলচ্চিত্রের সেই সোনালী সময় কবরী, শাবানা, ববিতা, নূতন, রোজিনা, সূচরিতার ক্রেজ ছিলো সর্বত্র। সেই সময় নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রে রঞ্জিতার অভিষেক ঘটে। নায়ক রাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে ‘ঢাকা ৮৬’ ছবিতে। প্রথম ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। তবে সেই পরিচিতির পরিধি ভীষণরকম বিস্তৃত হয় এই ছবির ‘পাথরের পৃথিবীতে কাঁচের হ্নদয়, ভেঙে যায় যাক তার করিনা ভয়’-এই জনপ্রিয় গানের লিপের কারণে। এই গানটিতে বাপ্পারাজ ও তিনি লিপ করেন।
গাজী মাজহারুল আনোয়ারের কথায় আনোয়ার পারভেজের সুরে নন্দিত কণ্ঠশিল্পী শাকিলা জাফর ও তপন চৌধুরীর গাওয়া এই প্রেমময় গানটি বাপ্পা রাজ ও রঞ্জিতা দারুণভাবে ফুটিয়ে তোলেন। নৃত্যপরিচালক আমীর হোসেন বাবুর নির্দেশনা ও মাহফুজুর রহমানের অসাধারণ ক্যামেরা ওয়ার্কে এই গানটি এতোটাই শিল্পীত রূপ ধারণ করে যে- গানটি কালজয়ী হয়ে রয়েছে। ‘ঢাকা ৮৬’ ছবির পর রঞ্জিতা অভিনয় করেন ‘রাজামিস্ত্রী’, ‘জীনের বাদশা’, ‘কংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’, ‘প্রেমিক রংবাজ’সহ প্রায় ২৯টি ছবিতে। এক ডজনেরও বেশি ছবি প্রযোজনা করেন তিনি। ক্যারিয়ারের সোনালী সময় ৯২ সালে বিয়ে করেন অভিনেতা ও প্রযোজক জাহাঙ্গীরকে। তবে তার সেই বিয়ে টেকেনি। মাত্র ৬ বছরের মাথায় ডিভোর্স হয়ে যায় তাদের। সেই ঘরে এক ছেলে রয়েছে রঞ্জিতার।
রঞ্জিতা বর্তমানে বিষাদময় এক জীবন পার করছেন। অনেকটা সিনেমার শেষ দৃশ্যের মতোই। তবে তিনি তার এই দুঃসময়ে প্রধানমমন্ত্রীর একটু সহযোগিতা চান। হয়তো প্রধানমন্ত্রী সহায়তার হাত বাড়ালে তিনি খানিকটা আশার আলো দেখতে পাবেন। তিনি আরেকটু বেঁচে থাকার অনুপ্রেরণাও পাবেন। এখন সেই আশায় দিন গুণছেন এক সময়ে জনপ্রিয় এই অভিনেত্রী রঞ্জিতা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।