দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নোয়াখালীর কবিরহাটের কলেজ শিক্ষার্থী ছাব্বির মাহমুদ মামুন এবার বাংলায় কথা বলা রোবট উদ্ভাবন করে হৈ চৈ ফেলে দিয়েছেন। পদ্মাসেতু নামে রোবটটিকে দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
দেশের প্রধানমন্ত্রীর নামসহ বিখ্যাত ব্যক্তিদের নাম অনায়াসেই বলে দিচ্ছে এই রোবটটি। প্রশ্ন করলে উত্তরও দেয়।
ছোটবেলা থেকেই নানাকিছুর উদ্ভাবক মামুন বর্তমানে কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজে ব্যবসায় শিক্ষায় অধ্যয়নরত রয়েছেন। নিজের তৈরি স্মার্টসড়ক, ডাস্টবিন এবং জানালা উপস্থাপন করে ৪২ ও ৪৩তম জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মেলায় পরপর দুবার উপজেলা পর্যায়ে প্রথম হন মামুন। বেশিদিন সময়ও লাগেনি মাত্র ৬ মাসের চেষ্টায় রোবটটি তৈরি করেছেন মামুন।
উদ্ভাবক ছাব্বির মাহমুদ মামুন বলেছেন, “এর মধ্যে মূল্যবান হলো একটা রোভার। যেটা মঙ্গলগ্রহে পাঠানো যাবে সেরকম একটা রোবটও তৈরি করছি। একটা ড্রোন যেটা পাখির মতোই হবে, সেটি নিয়েও কাজ করছি।”
প্রত্যন্ত অঞ্চলে স্বল্প ব্যয়ে উদ্ভাবিত মামুনের এই রোবটটি দেখে খুশি স্বজন এবং স্থানীয়রা প্রতিবেশীরা। এই তরুণের অদম্য সাহস এবং উৎসাহ প্রশংসনীয় উল্লেখ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় পৌর মেয়র।
কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হান সংবাদ মাধ্যমকে বলেছেন, “সে কি ধরনের সহযোগিতা চায়, ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাকে সর্বাত্মক সহযোগিতা আমরা করবো।”
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সুনাম অর্জনে আশাবাদী উদ্ভাবক ছাব্বির মাহমুদ মামুন। তথ্যসূত্র: একুশে টেলিভিশন।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।