দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের উত্তরপ্রদেশে মুখের ভেতর আতসবাজির বিস্ফোরণে ভয়ংকরভাবে আহত হলো একটি গরু! তবে ইচ্ছাকৃত নয়, বরং দুর্ঘটনা হিসেবেই এটিকে দেখা হচ্ছে।
পশুপ্রেমীদের বক্তব্য হলো, সরাসরি না হলেও মানুষের নির্বুদ্ধিতার কারণেই ঘটেছে এমন একটি দুর্ঘটনা। তবে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
এই ঘটনাটি ঘটেছে কানপুরের কাকেদেও এলাকায়। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ছাড়া অবস্থায় থাক গরুটি রাস্তায় ঘুরছিল। ঘটনার সময় রাস্তার একপাশে জড়ো করা ময়লা থেকে খাবার খাচ্ছিল গুরুটি। তখনই কেও বা কারা তার দিকে একটি আতশবাজি ছুঁড়ে দেয়। খাবার ভেবে আতসবাজিটিকে মুখে তুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর জখম হয় ওই গরুটি। ওই গরুর মুখের নিচের অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এমন ঘটনার অনেক পর তা প্রকাশ্যে আসে। এলাকার কয়েক জন রক্তাক্ত গরুটির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। যা দেখে নড়েচড়ে বসে পশুপ্রেমীরা।
এই ঘটনার সোশ্যাল মিডিয়ার ছবি দেখে কয়েক জন পশুপ্রেমী গরুটির খোঁজ করতে পথে নামেন। পরে তাকে শনাক্ত করে জখম মুখের চিকিৎসাও করেন তারা। পুলিশ জানিয়েছে যে, বিষয়টি জানার পর এই বিষয়ে তদন্ত নামেন তারা। যদিও এই ঘটনায় এ পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। গবাদিপশুটিকে আহত করার জন্য ইচ্ছাকৃতভাবে তার দিকে আতসবাজি ছোঁড়া হয়েছিল কিনা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, দু’বছর আগেও মুখের মধ্যে আতসবাজি ফেটে হাতি মৃত্যুর ঘটনাট ঘটে ভারতের কেরালার মালাপ্পুর জেলায়। গর্ভবতী হাতিকে বুনো শুয়োরের ফাঁদ হিসাবে ব্যবহৃত আতসবাজি ভরা আনারস খাওয়ানোয় মুখে বাজি ফেটে নদীতে দাঁড়িয়েই মারা যায় সেই হাতিটি। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।