দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র ৫ বছর বয়সে যদি কেও পাইলট বনে যান তাহলে কেমন হবে? ঠিক তাই ঘটেছে। চীনের এক ৫ বছর বয়সী শিশু বিমানের পাইলট হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন।
বয়স সবেমাত্র ৫ বছর! এই বয়সে বাবা-মামার কিনে দেওয়া ছোট্ট বাই-সাইকেলটিও ঠিক-ঠাকভাবে চালাতে পারার কথা নয়। অথচ এই বয়সেই চালালেন বিমান!। বনে গেলেন পাইলট। নাম লেখালেন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে। এই ক্ষুদে প্রতিভাবান পাইলটের বাড়ি চীনে। নাম হে ইদে। ডাক নাম দুয়োদুয়ো। -এএফপি।
চীনের সংবাদ মাধ্যমগুলো গতকাল জানিয়েছে, শনিবার রাজধানী বেইজিংয়ের ওয়াইল্ডলাইফ পার্কে অপেক্ষাকৃত একটি ছোট বিমান ৩৫ মিনিট ধরে চালিয়ে ফের নিরাপদে অবতরণ করে সে।
দুয়োদুয়োর বাবা হে লিয়েশেং বলেন, তিনি চেয়েছেন তার ছেলে যেন একজন দুঃসাহসী বৈমানিক হতে পারে এবং এ জন্য তিনি ছেলের মধ্যে বিমান চালনার ব্যাপারে কৌতূহল ও অনুসন্ধিৎসু মনোভাব জাগাতে অনেক পরামর্শ দিয়েছেন। শেষ পর্যন্ত তার ছেলে পাইলট হতে পেরেছেন দেখে তিনি মুগ্ধ। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি যে অনুভূতি এতোদিন নিজের ভেতর ধারণ করেছিলাম তা আজ বাস্তবে রূপ নিলো। আমি সুখি। তথ্যসূত্র: অনলাইন