দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানে দায়িত্ব পালনকালে ২৫ জন তালেবানকে হত্যা করার বিষয়ে তিনি গর্ব করেছেন। এমন দাবি যারা করেন তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন প্রিন্স হ্যারি।
প্রিন্স হ্যারি বলেছেন যে, এটি ‘বেদনাদায়ক’ এবং ‘বিপজ্জনক মিথ্যা’। খবর- ডয়েচে ভেলের। মার্কিন চ্যাট শো ‘দ্য লেট শো’ এর সঞ্চালক স্টিফেন কোলবার্টের সঙ্গে কথা বলার সময় হ্যারি আরও বলেন, ‘কোনো সন্দেহ নেই তারা (মিডিয়া) সবচেয়ে বিপজ্জনক মিথ্যাটি বলেছে তা হলো, আফগানিস্তানে কতোজনকে হত্যা করেছি তা নিয়ে আমি নাকি অহংকার করেছি।’
তিনি অভিযোগ করে বলেন, সংবাদ মাধ্যমে তার কথাগুলোকে প্রেক্ষাপটের বাইরে নিয়েই ব্যাখ্যা করা হয়েছে। হ্যারি বলেছেন, ‘আমি আমার অভিজ্ঞতা ভাগাভাগি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার মনে হয়েছে যে, আমাদের সৎ থাকা উচিত। তাহলে অন্যদেরকেও তাদের অভিজ্ঞতা নিঃসংকোচে প্রকাশে উৎসাহিত করবে।’
‘স্পেয়ার’ বইয়ে প্রিন্স হ্যারি দুটি আফগানিস্তান সফরের কথাও উল্লেখ করেছেন। ২০১২ সালে যখন তিনি দ্বিতীয়বার সেখানে গেছেন, তখন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারে সহ-পাইলট বন্দুকধারী ছিলেন ও তিনি ২৫ জন তালেবানকে হত্যা করেছিলেন। হ্যারি জানিয়েছেন, সে কারণে তিনি গর্বিত নন, আবার লজ্জিতও নন।
ব্রিটিশ সংবাদপত্র এবং কয়েকজন সাবেক সিনিয়র ব্রিটিশ সামরিক কর্মকর্তা এভাবেই হত্যার সংখ্যা জনসমক্ষে প্রকাশ করার বিষয়টির কঠোর সমালোচনা করে জানিয়েছেন যে, যে কারণে হ্যারি এবং সংশ্লিষ্টরা ঝুঁকিতেও পড়তে পারেন।
উল্লেখ্য, প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক বই গত ১০ জানুয়ারি প্রকাশিত হয়। প্রকাশক জানিয়েছেন, বইটি যুক্তরাজ্যে সবচেয়ে দ্রুত সময়ে বিক্রিত ননফিকশন। এই বইটিতে হ্যারি তার জীবন, অন্যান্য রাজ পরিবারে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত ঘটনাবলি, কীভাবে ‘প্রতিকূল’ মিডিয়ার সম্মুখীন হন ইত্যাদি আরও অনেক বিষয়েই বর্ণনা করেছেন।
উল্লেখ্য যে, ব্রিটিশ সেনার অংশ হিসেবে প্রিন্স হ্যারি সেই সময় আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীতে ছিলেন। সেখানে হ্যারি সামরিক হেলিকপ্টার চালাতেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।