দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে নভোচারীরা রকেটে করে মাত্র ৪৫ দিনের মধ্যে মঙ্গল গ্রহে যেতে পারবেন।
নতুন এই পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছে ‘নিউক্লিয়ার প্রোপালসন’। এক ব্লগপোস্টে, নাসা ‘নিউক্লিয়ার প্রোপালসন’ কনসেপ্টের বিস্তারিত তথ্যটি প্রকাশ করেছে।
নিউক্লিয়ার থার্মাল অ্যান্ড নিউক্লিয়ার ইলেকট্রিক প্রপালসন (এনটিপি/এনইপি) ধারণা হলো পরমাণু প্রযুক্তি চালিত একেবারেই নতুন ধরনের রকেট ইঞ্জিনের কনসেপ্ট। যা সৌরজগতের গভীর মহাকাশ অনুসন্ধানে বিপ্লব ঘটাতে সক্ষম।
নাসা ২০২৩ -এর জন্য তার উদ্ভাবনী অ্যান্ডভান্সড কনসেপ্টস (এনআইএসি) প্রোগ্রামের অংশ হিসেবে পরমাণু শক্তচালিত প্রপালসন ধারণাটি নির্বাচন করে। পারমাণবিক চুল্লি দিয়ে গঠিত এই কনসেপ্ট ইঞ্জিনটি বর্তমান প্রচলিত রকেট ইঞ্জিনের তুলনায় দ্বিগুণ থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নাসার ব্লগপোস্টাট লিখেছেন অধ্যাপক রায়ান গোসে। তিনি নিজেই মঙ্গল গ্রহে উচ্চ গতিতে ভ্রমণের ধারণাটি সামনে আনেন।
বর্তমানে সাধারণ রকেট ইঞ্জিন নিয়ে যে আলোচনা চলছে, তাতে কম করে হলেও মঙ্গল গ্রহে পৌঁছাতে নভোচারীদের ৯ মাস সময় লাগবে। এ ছাড়াও দীর্ঘ সময় মহাকাশে থাকলে নভোচারীদের স্বাস্থ্যঝুকি রয়েছে। তাই নাসা মঙ্গলে অভিযানের জন্য দ্রুতগতির রকেট ইঞ্জিনের দিকেই বেশি জোর দিচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।