দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেব-মিঠুন অভিনীত চলচ্চিত্র ‘প্রজাপতি’ রীতিমতো বক্সঅফিসে ঝড় তুলেছে। ইতিমধ্যেই পর্দায় ১০০ দিন অতিক্রম করেছে এই চলচ্চিত্রটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে দেখা যাবে।
১ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় চলচ্চিত্রটি নিয়ে একটি বিশেষ পোস্ট দিয়েছেন দেব। যারা বড়পর্দায় এই সিনেমাটি দেখতে পাননি তাদের জন্য খুব শীঘ্রই জি ফাইভে মুক্তি পাবে এই সিনেমাটি। তবে কবে আসছে ওটিটিতে সেই দিনটির এখনও ঘোষণা দেওয়া হয়নি।
ভারতের বাইরেও মুক্তি পায় দেব-মিঠুনের ‘প্রজাপতি’ সিনেমা। এই সিনেমার ৫০তম দিনে ডিস্ট্রিবিউটার শতদ্বিপ সাহা জানিয়েছিলেন যে, ‘প্রজাপতি’ আয় করেছে ১০.২৭ কোটি। পরে ১০০তম দিন অতিক্রম করলে দেব লেখেন যে, এই দশকের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা হলো এই ‘প্রজাপতি’।
এই সিনেমাটি নির্মাণ করেছেন অভিজিৎ সেন। এতে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। ব্যক্তিগত জীবনেও তারা বাবা-ছেলের মতোই। তাদের সেই সম্পর্ক, অসমবয়সী বন্ধুত্বের প্রতিচ্ছবি দেখা যায় পর্দায়। দর্শকরা এতোটাই উপভোগ করেছে যে এই সিনেমাটি সবগুলো হলই ছিল একেবারে হাউজফুল।
‘প্রজাপতি’ সিনেমায় মিঠুন-দেব ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি প্রমুখ শিল্পীরা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।