দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হত্যা ও সন্ত্রাসসহ ১১টি গুরুতর অপরাধে বাধ্যতামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করলো মালয়েশিয়া। যে কারণে অন্তত ১৩০০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি প্রাণে বাঁচবেন।
হত্যা ও সন্ত্রাসসহ ১১টি গুরুতর অপরাধে বাধ্যতামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করলো মালয়েশিয়া। যে কারণে অন্তত ১৩০০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি প্রাণে বাঁচবেন।
বিবিসির খবরে বলা হয়, গতকাল সোমবার (৩ এপ্রিল) দেশটির পার্লামেন্টে এক ভোটে এই প্রস্তাব পাস করা হয়।
ব্যতিক্রমী ক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার বিধান নির্ধারণ করবেন বিচারকরা। তবে সবচেয়ে গুরুতর অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ার পর আদালত একজন আসামিকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিতে পারবেন। আবার এইক্ষেত্রে বেত্রাঘাতের মতো শাস্তিও দিতে পারবেন তারা। তা সত্ত্বেও এই প্রস্তাবটি পাস হতে দেশটির উচ্চকক্ষের সম্মতি পেতে হবে। আশা করা হচ্ছে যে, সেখানেও এই আইনটি পাস হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।