দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় যে, বিশাল আকৃতির বুদ্ধমূর্তির কানের পাশে বড় এয়ারপড আকারের একটি স্পিকার বাজিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করেন এক চীনা তরুণ। বুদ্ধের কাছে নিজের জন্য অর্থকড়ি ও সুন্দরী প্রেমিকা চেয়েছেন তিনি! ওই তরুণের নাম দুয়িনে ঝাং।
গত ২৫ এপ্রিল ওই ভিডিওটি পোস্ট করেন ঝাং নিজেই। ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭১ মিটার লম্বা লেশান জায়ান্ট বুদ্ধমূর্তির কাছে পৌঁছান। ঝেজিয়াং থেকে সিচুয়ানে যেতে তার সময় লেগেছে ১২ ঘণ্টা ।
এই সময় ঝাং চিৎকার করে বলতে থাকেন, ‘হে বিশালাকার বুদ্ধ, আপনি জানেন কি, এই ২৭ বছর জীবনে আমার কোনো গাড়ি নেই, বাড়ি নেই, প্রেমিকাও নেই।’
তারপর ঝাং বলেন, ‘প্রথমত: আমি ধনী হতে চাই। আমার বেশি কিছু দরকারও নেই। এক কোটি ইউয়ান (১৫ লাখ ডলার) হলে যথেষ্ট। সবচেয়ে জরুরি বিষয় হলো আমি একজন প্রেমিকা চাই, যে একটু সুন্দর হবে, প্রেমময়ী হবে ও আমার এক কোটি ইউয়ান অর্থের চেয়েও আমাকেই বেশি ভালোবাসবে।’
ঝাং বলেছেন যে, নিজের প্রার্থনা উচ্চ স্বরে এবং স্পষ্ট করে প্রকাশের জন্য তিনি বুদ্ধমূর্তিটির কানের কাছে স্পিকারটি ধরেন। তিনি আরও বলেছেন যে, একটি ই-কমার্স ওয়েবসাইট থেকে তিনি এই স্পিকারটি কিনেছেন।
ঝাংয়ের বিশ্বাস, বুধ গ্রহের দশার কারণে দুর্ভাগ্য তার পিছুই ছাড়ছে না। এমন এক অবস্থায় তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বড় বুদ্ধমূর্তির কাছে গিয়ে প্রার্থনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ঝাংয়ের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্যও করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।