দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল ফোন পরিষ্কার রাখা জরুরি একটি কাজ। কারণ সারাদিন যথেচ্ছ ব্যবহার হওয়ার কারণে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আর তাই সেটি পরিষ্কার রাখাটা জরুরি।
সাধারণত ফোনের বিল্ড কোয়ালিটি ভালো হওয়ার পরও অনেক সময়ই ময়লা জমতে পারে। অনেক প্রিমিয়াম ফোনেও গ্লসি ব্যাক দেওয়া ও ক্যামেরা বাম্প এবং পোর্টে প্রচুর ময়লাও জমে। অনেক সময়ই কোম্পানিগুলো আইপি৬৭ কিংবা আইপি৬৮ রেটিং দেয় না। কমদামি ফোনেই এমন হয়ে থাকে। আবার মিডরেঞ্জেও ফোনের ক্ষেত্রেও এমন দেখা যেতে পারে। তাই অনেক ফোনেই ঘন ঘন ময়লা জমতেই পারে। তারজন্য আপনার কী করার আছে? আজ জেনে নিন সেই বিষয়টি।
# মোবাইল মোছার জন্য একটি শুকনো রুমাল সঙ্গে রাখতে হবে। ফোনের ধূলো দূর করতে এরচেয়ে কার্যকর অন্য কিছুই নেই।
# দু-এক ফোটা স্যানিটাইজার দিয়ে অনেক সময় ফোন মুছেও নিতে পারেন। অবশ্যই সেটি পরিষ্কার কাপড়ে দিয়ে। তাহলে আপনার মোবাইল ফোনটি জীবাণুমুক্ত হবে ও ফোনের ময়লাও দূর হবে।
# হালকা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে পোর্ট এবং অন্যান্য জায়গা পরিষ্কার করে ফেলুন।
# হেডফোন জ্যাক ও চার্জার পোর্ট ইয়ারবাড দিয়েই পরীষ্কার করতে পারেন। তবে তুলোটা সামান্য ভিজিয়ে নিতে পারেন।
# আপনার মোবাইল ফোনে ফাঁটা জায়গা থাকলে কিংবা কোনো রকম সমস্যা থাকলে অনেক সময়ই তা পরিষ্কার করা ঝুঁকিপূর্ণ হতে পারে ডিভাইসের জন্য। তাই এইক্ষেত্রে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ায় ভালো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।