দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাস নির্ধারিত স্টপেজ পেরিয়ে যাওয়ায় চালককে গাড়ি থামাতে বলেছিলেন জনৈক যাত্রী; তবে চালক তাতে কান না দেওয়ায় প্রথমে তার সঙ্গে কথা কাটাকাটি ও অল্প সময়ের মধ্যেই পকেট থেকে পিস্তল বের করে চালককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন ওই ব্যক্তি!
যাত্রীর গুলিতে বাহুতে আঘাত পান চালক। এরপর চালকও পিস্তল বের করে যাত্রীর দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে আবার যাত্রী পিছু হটলেই বাস থামিয়ে যাত্রী আসনের দিকে পিস্তল তাক করে এগোতে থাকেন ওই চালক। যাত্রীও এই ফাঁকে বাস থেকে নেমে পড়ে দেন ছুট। তখন তাকে তাড়া করে আরও কয়েকটি ফাঁকা গুলি করেন চালক।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গত মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহরে ঘটেছে এমন একটি নাটকীয় ঘটনা। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ২২ বছর বয়সী ওই যাত্রীর নাম ওমারি টোবিয়াস এবং চালকের নাম ডেভিড ফুলার্ড। স্টপেজ পেরিয়ে যাওয়ার পর টোবিয়াস যখন চালককে গাড়ি থামাতে বলেন- সেই সময় ফুলার্ড উত্তর দিয়েছিলেন- স্টপেজ ছাড়া গাড়ি থামানোর কোনো নিয়ম নেই, ওই যাত্রী যেনো সামনের স্টপেজে নেমে যান। এরপর নিজের আসনে ফিরেও গিয়েছিলেন টোবিয়াস, তবে কয়েক সেকেন্ড পরে ফিরে এসে চালককে গুলি করতে থাকেন ওই যাত্রী।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এই ঘটনায় চালক ডেভিড ফুলার্ড বাহুতে ও যাত্রী ওমারি টোবিয়াস পেটে আঘাত পেয়েছেন। তবে বর্তমানে তারা দুজনই বিপদমুক্ত বলে জানিয়েছে সিএনএন।
পুলিশ জানিয়েছে, গাড়ি চালকের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার ঘটনায় টোবিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অপরদিকে শার্লটের অন্যতম বাস অপরেটর সংস্থা আরএপিটি ডেভ অভিযোগ করেছে যে, গাড়িতে আগ্নেয়াস্ত্র বহন করে চালক ডেভিড ফুলার্ডও পরিবহন আইন ভঙ্গ করেছেন।
তবে এই অভিযোগ খণ্ডন করে ফুলার্ডের আইনজীবী বলেছেন যে, ফুলার্ড তার কাজ করতে গিয়ে বিভিন্ন সময় নিরাপত্তার অভাবে ভোগেন। সে কারণেই গাড়িতে অস্ত্র রাখতে হয় তাকে। ওই ঘটনাতেও তার জীবন সংশয় ছিলো। তার অস্ত্রের কারণেই তিনি এ যাত্রা বেঁচে গেছেন বলে দাবি করেছেন চালকের আইনজীবি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।