দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ সিলেটে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সিলেটের জনসভায় খালেদা জিয়া আরও বলেন, বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু রামপালে নয়। বিদ্যুৎ কেন্দ্র অন্য কোনো জায়গায় হবে। এতে আমাদের আপত্তি নেই। বিদ্যুৎ আমাদের প্রয়োজন সুন্দরবন আমাদের আরও বেশি প্রয়োজন।
খালেদা জিয়া বলেন, দেশের মানুষের মধ্যে দিয়ে ঝড় যাচ্ছে, আজকে মানুষ কষ্টে দিন কাটাচ্ছে।
এ সরকার দেশের মানুষের চিন্তা করে না।
এর আগে বিকেল পৌনে ৫টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ শুরু করেন খালেদা জিয়া। বেলা ৩ টায় জনসভা মঞ্চে এসে উপস্থিত হন তিনি। এ সময় তাকে স্বাগত জানান সিলেট ১৮ দলীয় জোট ও এ অঙ্গসংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।
সমাবেশস্থলে পৌঁছার আগে খালেদা জিয়া বেলা ২টার দিকে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন।
মেঘ-বৃষ্টির খেলার মধ্যেই জনারণ্যে পরিণত হয়েছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকা। সভা শুরুর আগে থেকেই মঞ্চে অবস্থান নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জনসভার সমন্বয়ের দায়িত্বে থাকা ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।