দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৪ সাল ছিলো এক আলোচনার বছর। পুরো বছরজুড়ে অনেক ঘটনা, আবার ঘটনাকে ছাপিয়ে নজর কেড়েছেন অনেক তারকা, কেও আবার ঘটনার কল্যাণেই পরিণত হয়েছেন মনোযোগের কেন্দ্রবিন্দুতে। জেনে নেওয়া যাক ২০২৪ সালের দেশ–বিদেশের আলোচিত ব্যক্তিত্ব কারা ছিলেন।
সৈয়দ জামিল আহমেদ
গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ জামিল আহমেদ। সৈয়দ জামিল আহমেদ দায়িত্ব নেওয়ার পর যাত্রা উৎসব হতে শুরু করে যন্ত্রসংগীত উৎসব, নাটক, গণ-অভ্যুত্থানের গান, নাট্য প্রদর্শনী, কাওয়ালি, সাধু মেলা, ভাস্কর্য প্রদর্শনীসহ নানা কর্মসূচি হাতে নেয় শিল্পকলা একাডেমি।
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকীর প্রধান পরিচয় তিনি দেশের একজন নির্মাতা। এ বছরও তার দু’টি প্রকল্প মুক্তি পেয়েছে। তবে গত ১০ নভেম্বর তার নামের সঙ্গে যুক্ত হয় নতুন পরিচয়। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হন তিনি। মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে ‘দেশব্যাপী প্রতিভা সন্ধান’, ‘তারুণ্যের উৎসব’সহ ৭টি অগ্রাধিকার কর্মসূচি হাতে নিয়েছেন এই উপদেষ্টা।
শাকিব খান
গত ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফীর ‘তুফান’। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশে আলোচিত হয়েছেন শাকিব খান।
বক্স অফিসেও তুফান তুলেছে শাকিব খানের ‘তুফান’। ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স জানায় যে, এই সিনেমাটি তাদের ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। গত দুই দশকে মাল্টিপ্লেক্সটির সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হলো এই ‘তুফান’।
মেহজাবীন চৌধুরী
‘তিথিডোর’, ‘আরারাত’, ‘ফরগেট মি নট’ থেকে ‘প্রিয় মালতী’ -এ বছর টেলিভিশন, ওটিটি ও বড় পর্দা- তিন মাধ্যমেই দুর্দান্ত কাজ করেছেন মেহজাবীন চৌধুরী।
হতাশ তরুণী নিশাত, সম্পর্কের টানাপোড়েন জেরবার অর্থি কিংবা অন্তঃসত্ত্বা মালতীর চরিত্রে বছরটিকে স্মরণীয় করে রেখেছেন এই অভিনেত্রী।
হান্নান, গান গেয়ে জেলে
‘আওয়াজ উডা’ গেয়ে বিগত বছর ব্যাপক পরিচিতি পান তরুণ র্যাপার হান্নান। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই প্রকাশের পর হতেই গানটি ভাইরাল, অসংখ্য মানুষের মনের কথা হয়ে ওঠে এই গানটি।
গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকা থেকে হান্নানকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলার পর তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট মুক্তি পেয়েছেন এই তরুণ র্যাপার।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org