দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের জীবনের ৭ বছর কাটে বাথরুমে! এমন খবর শুনে হয়তো কেও কেও ভাবতে পারেন এটি কি কোন খবর? সময়ে অনেক ছোট খবরও বড় হয়ে দেখা দেয়। এমন খবরই এটি।
মানুষের জন্ম অবধি মৃত্যু পর্যন্ত কত বছর কাটে তা আমাদের মোটামুটি ধারণা রয়েছে। যেমন ৬০/৭০ বা তার বেশি। এর থেকে মাঝে মধ্যেই ব্যতিক্রম ঘটে। যেমন ৯০ বা ১শ’ বছর বেঁচে থাকেন এমন মানুষও রয়েছে। তবে কখনও কখনও ৩০/৪০ বছর বয়সেও মানুষ মারা যেতে পারে। অর্থাৎ মৃত্যুর কোন সীমা রেখা নেই। একমাত্র সৃষ্টিকর্তায় জানেন কখন কার কিভাবে মৃত্যু হবে। দুনিয়ার এটি অঘোম-অনিবার্য নিয়ম।
আবার এই পৃথিবীতে কতকিছুই না ঘটে যাচ্ছে তার খবরও আমরা রাখি না। তবে অনেক ছোট ছোট খবর আমাদের ভাবার খোরাক জোগায়। সচরাচর যা ঘটে না বা যে বিষয়গুলো সাধারণত চোখ এড়িয়ে যায়, সেগুলো জানার আগ্রহটা তাই খুবই সহজাত।
এমনই একটি খবর যা শুনে আপনি অবাক হবেন যে, গড়ে একজন মানুষ তার জীবনে অন্তত ৭টি বছর বাথরুমেই কাটান! অর্থাৎ আপনি যে সময়টুকু বাথরুমের জন্য ব্যয় করেন, তার সম্মিলিত যোগফল ও গড় হিসাবটা এরকমই। এই হিসাবটা দেখে হয়তো আপনি আশ্চর্য হচ্ছেন। সাধারণভাবে হিসাব-নিকাশ করলে হয়তো আপনিও এই হিসাবটা মোটামুটিভাবে বের করতে পারবেন। যা গড় হিসেবে বিবেচিত হবে।
হয়তো এমনও হতে পারে কবি, সাহিত্যিক বা বিজ্ঞানীরা বাথরুমে বসেই কতকিছু রচনা বা আবিষ্কার করে ফেলতে পারেন। যদি হয়েও থাকে তাহলে কি আপনি আশ্চর্য হবেন?
তবে যদি এখনকার মতো (ছবির বাথরুমের মতো) আধুনিক বাথরুম হয় তাহলে ৭ বছর এমন কিছুই নয়! আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত?
সূত্র: অনলাইন।