দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোনো গ্রহে প্রাণের টিকে থাকা এবং বিকাশ সম্ভব কিনা তা বোঝার জন্য সে গ্রহে পানির অস্তিত্ব আছে কিনা তা জানা দরকার। তাই পৃথিবীর বাইরের গ্রহ সম্পর্কে জানা শুরু করার পর থেকেই বিজ্ঞানীরা একের পর এক পানির অস্তিত্ব আছে এমন গ্রহের সন্ধান করে আসছেন। এবার আমাদের সৌরজগতের বাইরে এক পাথুরে গ্রহতে পানির সন্ধান পেলেন বিজ্ঞানীরা।
বৃটিশ মহাকাশ বিজ্ঞানীরা জিডি৬১ নামের এই গ্রহের অস্তিত্ত্বের সন্ধান লাভের খবর দেন। হাবল স্পেস টেলিস্কোপ এবং হাওয়াইয়ে অবস্থিত কেক টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহটি সম্পর্কে জানতে পেরেছেন তারা। এই দুই টেলিস্কোপ ব্যবহার করেই ইউনিভার্সিটি অব ওয়ারউইক এবং ইউনিভার্সিটি অব কেমব্রিজের বিজ্ঞানীরা গ্রহটির ধূলো এবং অন্যান্য ধূলোবালির স্তুপ পর্যবেক্ষণ করেছেন। পৃথিবী থেকে গ্রহটি প্রায় ১৭০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
সায়েন্স জার্নালে প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা বলেছেন, তারা গ্রহটির বাইরে অক্সিজেনের অস্তিত্ব পেয়েছেন। এছাড়া পর্যবেক্ষণ থেকে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, গ্রহটি অতীতে অনেক বড় কোনো গ্রহের অংশ ছিলো। এছাড়া গ্রহটির মোট ভরের ২৬ শতাংশই পানি। তবে পৃথিবীর তুলনায় এই পরিমাণ অনেকখানিই কম। গবেষকদলের সদস্য বরিস গ্যানসিক বলেন, বাসযোগ্য গ্রহের প্রথম দুইটি অবশ্যপূরণীয় শর্তের একটি হচ্ছে সেটিকে পাথুরে হতে হবে এবং তাতে পানি থাকতে হবে। দুটিই এই গ্রহটিতে আমরা পেয়েছি। সৌরজগতের বাইরে এমন একটি গ্রহ খুঁজে পাওয়া তাই বেশ উত্তেজনাকর ব্যাপার।
উল্লেখ্য, সৌরজগতের বাইরে এমন পানিযুক্ত পাথুরে গ্রহের সন্ধান লাভের ঘটনা এই প্রথম। এর আগে মহাকাশচারী রোবট অপরচুনিটির মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গলে পানযোগ্য পানির অস্তিত্ব আছে বলে ঘোষণা দিয়েছিলেন।
তথ্যসূত্র: সিনহুয়া