The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মহাকাশে পাওয়া গেছে এক ভয়ঙ্কর গ্রহাণু!

পৃথিবীর কক্ষপথ হতে ১ লক্ষ ২৫ হাজার কিলোমিটার দূর দিয়ে গিয়েছিল ঠিক খুলির মতো দেখতে এই গ্রহাণুটি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাথার খুলির মতো দেখতে মহাকাশে পাওয়া গেছে এক ভয়ঙ্কর গ্রহাণু! সম্প্রতি প্যান-স্টারস টেলিস্কোপে ৭০০মিটার চওড়া এই গ্রহাণুটি দেখে ঘাবড়ে গেছেন বিজ্ঞানীরা। এই বিশেষ গ্রহাণুটির নাম হলো ‘টিবি ১৪৫’।

মহাকাশে পাওয়া গেছে এক ভয়ঙ্কর গ্রহাণু! 1

বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পেয়েছেন যে, গ্রহাণুটি দেখতে একেবারে মানুষের মাথার খুলির মতোই। তবে এরকম গ্রহাণুর দেখা এটিই প্রথম নয়। ইতিপূর্বেও দেখা গেছে এমন গ্রহাণু।

২০১৫ সালের হ্যালোইনের সময় প্রথম দেখা যায় এই গ্রহাণুটি। পৃথিবীর কক্ষপথ হতে ১ লক্ষ ২৫ হাজার কিলোমিটার দূর দিয়ে গিয়েছিল ঠিক খুলির মতো দেখতে এই গ্রহাণুটি।

২০১৫ সালের পর আবারও চলতি বছরের নভেম্বরে সেই দৃশ্য দেখা যাচ্ছে। তবে আগেরবারের থেকে এটি পৃথিবীর কক্ষপথের অনেক কাছাকাছি আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এটি দেখতে অনেকটা গাঢ় ছাই রংয়ের।

জানা যায়, পৃথিবীর সঙ্গে চাঁদের যে দূরত্ব রয়েছে। এই গ্রহাণুটি সেই দূরত্বেই অবস্থান করবে। মহাকাশচারীরা জানিয়েছেন, এই গ্রহাণুটি তার নিজস্ব কক্ষপথে ২ দশমিক ৯৪ ঘণ্টায় ঘুর্ণন সম্পন্ন করে থাকে। গবেষকরা এখন এই গ্রহাণুটি নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...