দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোটরগাড়ির ইতিহাসে এক বৈপ্লবিক ঘটনা হচ্ছে হাইড্রোজেন চালিত গাড়ি। গাড়ি চালাতে সাধারণত যে জ্বালানি ব্যবহার করা হয় তার চেয়ে হাইড্রোজেন গ্যাস অনেক বেশি পরিবেশবান্ধব। সেই সূত্র ধরেই Aston Martin তৈরি করেছে পৃথিবীর প্রথম হাইড্রোজেন চালিত রেসিং গাড়ি Rapide S।
চার দরজা সমৃদ্ধ মনোমুগ্ধকর ‘Rapide S‘ রেসিং গাড়িটি Aston Martin তৈরি করেছে খুব যত্ন সহকারে, ব্যবহার করেছে অত্যাধুনিক সব প্রযুক্তি। ২০১০ সালে যখন গাড়িটির প্রস্তুতকরণ শুরু হলো, তখন Aston Martin ঘোষণা দিয়েছিল যে গাড়িটি ৫ সেকেন্ডে প্রতি ঘন্টায় ৬০ মাইল গতিবেগ অর্জন করতে পারবে। যাই হোক, আসুন এখন জেনে নিই এই অভিনব গাড়ির কিছু অভিনব বৈশিষ্ট্য|
- গাড়িটিতে ব্যবহার করা হয়েছে নিউ জেনারেশন ‘AM11’ V-12’ ইঞ্জিন যার কার্যক্ষমতা ৫৫০ হর্সপাওয়ার এবং ৪৫৭ পাউন্ড ফিট টর্ক উৎপাদন করতে সক্ষম। গাড়িটি সর্বোচ্চ ১৯০ মাইল/ঘন্টা গতিবেগ অর্জন করতে সক্ষম।
- গাড়িটি ৪ দরজা বিশিষ্ট এবং ভিতরে ৪ জন আরোহী বসার মত জায়গা রয়েছে, আছে ড্রাইভারের জ্বালানি ব্যবহার করার স্বাধীনতা। ড্রাইভার ইচ্ছে করলেই বিশুদ্ধ হাইড্রোজেন অথবা বিশুদ্ধ পেট্রোল অথবা দুই জ্বালানির সংমিশ্রণ করেও ব্যবহার করতে পারবেন।
- সম্প্রতি এই গাড়িটি Nürburging circuit এ রেসিং এ অংশগ্রহন করে। Nürburging circuit টি ১১ বার (১৮২ মাইল) পাড়ি দেওয়ার সময় গাড়িটি এক ফোটা হাইড্রোজেনও পুড়ায়নি, বরং খরচ করেছে মাত্র ৫৯ পাউন্ড হাইড্রোজেন। হাইড্রোজেনের ঘনত্ব গ্যাসোলিনের চেয়ে ৩০-৪০ ভাগ কম হওয়ায় গাড়িটি ৫০০ হর্সপাওয়ার হাইড্রোজেন জ্বালানি অর্জন করতে সক্ষম।
- গাড়িটি ৪ টি হাইড্রোজেন ট্যাংক সমৃদ্ধ – অতিরিক্ত রোলকেজ, দৃঢ় অন্তঃভাগ সমৃদ্ধ গাড়িটির ওজন ১৬০০ কেজি।
পরিবেশ সচেতন মানুষ এবং রাষ্ট্র – হাইড্রোজেন জ্বালানি সমৃদ্ধ গাড়ি নিয়ে বেশ আশাবাদী। যদিও হাইড্রোজেন জ্বালানি সমৃদ্ধ গাড়ি এখনও তেমন জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও, Rapide S রেসিং গাড়িটির সক্ষমতা বেশ সাড়া ফেলেছে।
তথ্যসূত্রঃ দ্য টেক জার্নাল