The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

খুব শীঘ্রই বেলুনে করে মহাকাশের কাছ থেকে পৃথিবী দেখার সুযোগ মিলবে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ এতদিন যা অচিন্তনীয় ছিল এবার তা সম্ভব হবে একটি হিলিয়াম বেলুনে উড়ে যাত্রী হয়ে চলে যেতে পারবেন ১০০,০০০ ফুট উপরে মহাকাশের খুব কাছে সেখান থেকে অবলোকন করা যাবে পৃথিবীর সৌন্দর্য। তবে এতে আপনাকে গুনতে হবে প্রায় ৬০ লক্ষ টাকা!


World-View-Near-Space-Balloon

এই সুযোগটি দিচ্ছে একটি বেলুন উড্ডয়ন সংস্থা যারা ওয়াল্ড ভিউ নামে একটি পরিকল্পনার অংশ হিসেবেই এই প্রকল্প হাতে নিয়েছেন। বেলুন উড্ডয়ন সংস্থাটি জানিয়েছেন একটি ক্যাপসুলে করে ৬জন যাত্রী সাথে দুইজন কর্মী নিয়ে একটি হিলিয়াম বেলুন উড়ে যাবে পৃথিবী পৃষ্ঠ থেকে ১৮ মাইল উপরে অনেকটা মহাকাশের কাছা কাছি।

এদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষামূলক উড্ডয়ন করা হবে আসছে বছরের কোন এক সময় নিউ মেক্সিকো এবং আরিজোনা অঙ্গ রাজ্য থেকে।

বেলুন উড্ডয়নের একটি অফিশিয়াল ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল আঁকারের একটি হিলিয়াম বেলুন একটি ক্যাপসুল নিয়ে আকাশে উড়ে যাচ্ছে। বেলুনটির আয়তন একটি বিরাট ফুটবল মাঠের থেকেও বিশাল।

capsule-balloon_241012-970x0

কোম্পানির এক বার্তায় জানানো হয়েছে উড্ডয়ন করার পর পৃথিবীতে ফিরে আসার আগে প্রায় ২ ঘন্টা ধরে যাত্রীরা পৃথিবীর সৌন্দর্য অবলোকন করতে পারবেন।

যাত্রীদের নিয়ে বেলুনটি আনুমানিক ১০০,০০০ ফুট উপরে উড়ে যাবে যা আগে কখনোই কল্পনা করা যায়নি। এই উচ্চতা সাধারণ বেলুন উচ্চতা থেকে ১০ গুন বেশী! সাধারণত বেলুন সমূহ ৩,০০০ ফুট উচ্চতার মাঝেই সীমাবদ্ধ থাকে। ১০০,০০০ ফুট উচ্চতা অনেকটা মহাকাশের খুব নিকটে ধরা হয়। এই যাত্রার জন্য ছয়জনের একটি যাত্রী দল এক সাথেই ভ্রমণ করবেন তবে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করতে হবে।

space-tourism-balloon-world-view-7

সম্পূর্ণ যাত্রাটি হবে ৪ ঘন্টার যাত্রা শেষে বেলুন থেকে যাত্রী ক্যাপসুলটি আলাদা হয়ে পৃথিবীতে নেমে আসবে। তবে এক্ষেত্রে সরাসরি ক্যাপসুল দ্রুত বেগে স্কাই ড্রাইভের মত নিচে নেমে আসবেনা কারণ এতে যাত্রীদের ক্ষতির সম্ভাবনা থাকে সুতরাং ক্যাপসুল পৃথিবীর ভূমির কাছাকাছি নেমে আসলে বিশেষ প্যারাসুট খুলে যাবে এবং এর গতি কমে যাবে এবং ল্যান্ডিং অনেকটা ধীর এবং আরাম দায়ক হবে।

চলুন এবার হিলিয়াম বলুনে করে যাত্রীরা যেভাবে পৃথিবী দেখবে তা দেখেনিইঃ

http://youtu.be/kUnBExjN5KA

ধন্যবাদান্তেঃ Techspot.com

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali