দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ আমাদের শরীর তথা ত্বক খুব দ্রুত বাইরের তাপমাত্রা উঠা নামার সাথে সাড়া দিতে পারে। এই বিষয়কেই মাথায় রেখে MIT এর একদল ছাত্র তৈরি করেছেন Wristify bracelet যা মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম।
নতুন তৈরি কৃত এই Wristify bracelet এ একটি থার্মোমিটার সংযুক্ত থাকবে এবং এতে আরও থাকবে কপার এলয় তাপ স্থানান্তরের আলাদা বেসিন। এটি দেখতে অনেকটাই হাত ঘড়ির মত এবং এটি হাতে পরতেও হয় হাত ঘড়ির মত করে।
উদ্ভাবকরা জানিয়েছেন এই Wristify bracelet মানব শরীরের তাপমাত্রা বাড়াতে বা কমাতে সক্ষম। শীত কিংবা গ্রীষ্ম কালে যা আমাদের অত্যন্ত উপকারে আসতে পারে। Wristify bracelet এর তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে বাইরের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে এবং এটি মানব শরীরের বাহুতে কম বা বেশী তাপ প্রয়োগ করবে এতে শরীরের তাপের তারতম্য ঘটবে।
গবেষকরা জানিয়েছেন Wristify bracelet এর মাধ্যমে শরীরে দেয়া তাপ যদিও খুবই সামান্য পরিমাণ তবে এর মাধ্যমে মানব শরীরের তাপের প্রভাব অত্যন্ত ব্যাপক হয়ে থাকে কারণ আমাদের শরীর কম বা বেশী তাপে অত্যন্ত সংবেদনশীল।
Wristify bracelet কাজ করবে দুই দিকের তাপ মানের প্রেক্ষিতে যেমন শরীরের তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ শরীর গরম হয়ে যায় তবে এটি খুব হালকা পরিমাণে ঠাণ্ডা হয়ে বাহুতে তা প্রয়োগ করবে এবং শরীর সেই তাপের সাথে সাড়া দিয়ে নিজের তাপমাত্রা মাধ্যমিক অবস্থায় নিয়ে যাবে। আবার যদি শরীর শীতল থাকে তবে এই Wristify bracelet হাতের কব্জিতে হালকা গরম অনুভূতি দিবে এতে করে আমাদের সংবেদনশীল ত্বক তা সম্পূর্ণ শরীরে ছড়িয়ে দিবে। এই প্রক্রিয়ায় শরীরকে স্বাভাবিক অবস্থায় রাখতে এই Wristify bracelet কাজ করবে।
Wristify bracelet কাজ করে অনেকটা শীত কালে আমাদের গ্রাম বাংলায় যে আগুন জ্বালিয়ে দুই হাত দিয়ে আগুন পোহানো হয় ঠিক একই প্রক্রিয়ায়।
MIT এর এই Wristify bracelet উদ্ভাবক দল মনে করছেন খুব শীগ্রই তাদের উদ্ভাবিত পণ্য মানুষের প্রয়োজনে ব্যবহার হওয়া শুরু হবে। সারা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ নিজেদের শরীর শীতল কিংবা উষ্ণ রাখতে প্রচুর অর্থ এবং বিদ্যুৎ বা জ্বালানী ব্যয় করছেন যা Wristify bracelet এর মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা যাবে।
উল্লেখ্য প্রতিবছর MIT প্রযুক্তি প্রতিযোগিতার আয়োজন করে এবং সেখানে প্রথম স্থান অধিকারীদের দেয়া হয় ১০,০০০ ডলারের পুরষ্কার। এবছর Wristify bracelet এই পুরষ্কার জিতে নিয়েছে।
তথ্যসূত্রঃ দিটেকজার্নাল