দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার শাহরুখ খান ও রণবীর কাপুরকে একই মুভিতে এনে দর্শকদের উপহার দিতে চেয়েছিলেন বিখ্যাত পরিচালক করণ জোহর। কিন্তু তার আশায় গুড়ে বালি – শাহরুখের সঙ্গে কাজ করবেন না রণবীর তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন করণকে৷ এরকম ঘটনায় স্পষ্টত শাহরুখ-রণবীরের মধ্যে স্নায়ু যুদ্ধের আভাস পাওয়া যায়।
রণবীরের সর্বশেষ অভিনীত মুভি ‘বেশরম’ ফ্লপ হয়েছে বক্স অফিসে এবং একইসাথে মুভিদর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রচুর নেগেটিভ সমালোচনার শিকার হতে হয়েছে রণবীরকে। মুভিটিতে অভিনয় করা উচিত হয়নি বলেও মনে করেছেন রণবীর। ঠিক সেইকারণেই হয়ত সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে গল্প সচেতনভাবে বেছে মুভি করবেন।
সম্প্রতি বলিউড কিং শাহরুখ খানের সাথে এক মুভি অভিনয়ের প্রস্তাব নাকচ করে দিয়ে সেই সচেতনার প্রমান দিলেন যেন রণবীর কাপুর।
রণবীরের একটি ঘনিষ্ঠ সূত্র হতে জানা যায়, যদিও ‘বেশরম’ মুভি ফ্লপ খেয়েছে তবুও রণবীর মনে করেন তিনি এখনও মূল নায়ক হিসাবে মুভি একাই টেনে নিতে সক্ষম। সেই প্রেক্ষিতে মূল চরিত্রে একাই হিরো হিসাবে অভিনয়েই আগ্রহী এবং নিজের সিদ্ধান্তেই অটল।
করণ জোহর প্ল্যান করেছিলেন শাহরুখ-রণবীরকে নিয়ে একটি মুভি তৈরি করবেন। সেই প্রেক্ষিতেই দুইজনের অভিনয়ের জন্য চরিত্র ঠিক রেখে চিত্রনাট্য তৈরি করে রণবীরের সঙ্গে দেখাও করেছিলেন করণ। কিন্তু চিত্রনাট্যের প্রশংসা করলেও রণবীর শাহরুখ খানের সাথে অভিনয় করতে অপরাগ প্রকাশ করেন। যদিও বিষয়টি শাহরুখ – রণবীরের স্নায়ুযুদ্ধের সূত্রপাতের ইংগিত দেয় কিন্তু করণ জোহর ক্ষুব্ধ হয়েছেন সেটা নিশ্চিত।
করণ জোহরের প্রযোজনায় রণবীর কাপুরের ‘মিস্টার অ্যান্ড মিসেস টাপোরি’ নামের একটি মুভিতে অভিনয়ের কথা। নতুন মুভিতে শাহরুখের সাথে অভিনয় করতে আপত্তি করায় এই মুভিতে রণবীরকে প্রধান চরিত্রে নেয়ার বিষয়ে করণ দ্বিতীয়বার ভাবছেন বলেও জানা গেছে। সুতরাং, এটা স্পষ্ট যে রণবীর যতই নিজের ক্যারিয়ারের কথা ভেবে করণ জোহরকে অপারগতা প্রকাশ করুন না কেন সেই অপারগতা তার আর শাহরুখের মধ্যে স্নায়ুযুদ্ধও যেমন তৈরি করেছে তেমনি তৈরি করেছে করণ জোহরের অন্য মুভিতে অভিনয়ের সুযোগ হারানোর অবস্থা।
তথ্যসূত্রঃ সান্টা বান্টা