দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ নেতা তারেখ রহমান বিদেশ থেকে তার ভিডিও বার্তায় প্রায় ২২ মিনিট দীর্ঘ এক ভাষণ দেন, মূলত তার ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকার দলীয় সমালোচনাই প্রাধান্য পায়, তিনি বর্তমান সরকারের নানান নীতির বিরোধিতা করেন একই সাথে তিনি বলেন দেশে বর্তমানে স্বাধীন মত প্রকাশের কোন সুযোগ নেই!
জনাব তারেখ রহমান আরও বলেন, দেশে এখন বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা গুম এবং নির্যাতন চালাচ্ছে আওয়ামীলীগ সরকার, সারাদেশ এখন কারাগার, সেখানে গনহত্যা চালাচ্ছে সরকার, একই সাথে তিনি বলেন আওয়ামীলীগ আবার সেই বাকশালে ফিরে যেতে চাইছে, কারণ অবাদ নিরপেক্ষ নির্বাচন হলে তাদের বিগত ৫ বছর ধরে করা হত্যা, গুম এবং দুর্নীতির বিচার হবে সেই ভয়েই তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিচ্ছেনা।
তারেখ রহমান পার্শ্ববর্তী একটি দেশের কথা উল্লেখ করে বলেন বর্তমান সরকার ঐ দেশের সাথে সু-সম্পর্ক গড়ে তুলে দেশবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ভয় দেখিয়ে একতফা নির্বাচন করতে যাচ্ছে আওয়ামীলীগ।
তারেক রহমান তার ভিডিও বার্তায় দেশবাসীকে ৫ তারিখের নির্বাচন বর্জন করার এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা এবং বিএনপি’র দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আদালত থেকে পেরলে মুক্তি নিয়ে বিদেশে অবস্থান করছেন।
তারেখ রহমানের সম্পূর্ণ ভিডিও বার্তাটি শুনুনঃ
সূত্রঃ ইউটিউব