The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিএনপির জনসভার অনুমতি দেয়নি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ১৪ মে বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার প্রস্তুতি সম্পন্ন করলেও জনসভার অনুমতি দেয়নি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। গতকাল বুধবার দুপুরে জনসভার জন্য সিটি কর্পোরেশনে আবেদন করেছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।


ive-1

গতাকাল ১৪ মে জনসভার জন্য অনুমতি চেয়ে যে আবেদন করা হয়েছিল সেটি নাকচ করে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
মেয়র আইভী রাতে সাংবাদিকদের বলেছেন, ‘নারায়ণগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ও তারা যে স্থানে অনুমতি চাইছে, সেই রাস্তার পাশে হাসপাতাল থাকায় বিএনপিকে অনুমতি দেয়া যাচ্ছে না।’ খবর সংবাদ মাধ্যমের।

এদিকে বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে বঙ্গবন্ধু সড়কে সমাবেশ করার অনুমতি চাওয়ার পাশাপাশি সিটি নিরাপত্তার জন্য পুলিশকেও চিঠি দিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেছেন, ‘বর্তমানে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। একের পর এক গুম-খুনের ঘটনা ঘটছে। এমন এক পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী ১৪ মে সমাবেশ করতে চান।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...