দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান অ্যাপল গেলো শুক্রবার তার নতুন আইফোন ‘iPhone 5S’ বাজারে ছেড়েছে। এই iPhone সবচেয়ে আলোচিত বিষয়টি ছিলো এর অভিনব ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা ব্যবস্থা, যাকে একরকম অপ্রতিরোধ্য হিসেবেই ঘোষণা করে আসছিলো প্রতিষ্ঠানটি। কিন্তু বাজারে ছাড়ার মাত্র একদিনের মাথায় অ্যাপলের এই নতুন iPhone 5S ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে যেতে সক্ষম হয়েছে জার্মানির হ্যাকাররা।
জার্মানির ক্যাওস কম্পিউটার ক্লাব নামের এই প্রতিষ্ঠানটি শনিবার ঘোষণা দিয়েছে, তারা সফলভাবে আঙ্গুলের ছাপের উপর নির্ভর করে তৈরি করা অ্যাপলের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। হ্যাকারদের দাবি অনুযায়ী, খুব কঠিন কিছু নয়। একটি গ্লাসের গায়ে আঙ্গুলের যে ছাপ পড়ে, তা ছবি এবং একটি কৃত্রিম আঙ্গুলের সাহায্যেই এই নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেয়া যায়। এছাড়া অ্যাপলের দাবি করা এই ‘উচ্চস্তরের নিরাপত্তা ব্যবস্থা’কে ‘বিদ্রুপাত্মক বলেও মন্তব্য করেছে হ্যাকিং বিশেষজ্ঞরা।
‘উচ্চস্তরের নিরাপত্তা ব্যবস্থা’ হিসেবে দাবি করলেও অ্যাপল তার ওয়েবসাইটে বলছে, নিরাপত্তার জন্য নয়, পাসওয়ার্ড টাইপের ঝামেলা এড়াতেই তাদের এই নতুন আঙ্গুলের ছাপভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতে এখনো পুরনো পাসওয়ার্ডভিত্তিক নিরাপত্তা ব্যবস্থাই থাকছে।
এদিকে রবার্ট ডেভিড এবং নিক পেট্রিলো নামের দুই নিরাপত্তা গবেষক নতুন iPhone 5S এর বাজারে আসাকে কেন্দ্র করে একটি ওয়েবসাইট খুলেছেন। ‘আই এস টাচ হ্যাকড ইয়েট ডট কম’ নামের ওয়েবসাইটে অ্যাপলের এই নিরাপত্তা ব্যবস্থা প্রথম যারা ভাঙতে সক্ষম হবে, তাদের ১৬ হাজার ডলার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
তথ্যসূত্র: দি টেক জার্নাল