দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোববার রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গান পাউডার, বোমা এবং কিছু বই উদ্ধার করছে যেগুলোর নাম “পরকালের পাসপোর্ট“।
পুলিশ সকালের দিকে ঐ বাসায় অভিযান চালায় এবং হাতে নাতে দুই জনকে গ্রেফতার করে এদের দুইজন সহোদর বলে জানা যায়, পরবর্তীতে এই দুইজনের দেয়া তথ্য মতে আরও চার জনকে আটক করা হয়।
মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জসিমউদ্দিন জানান কল্যাণপুরের ২ নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির ওপর কয়েক দিন ধরে নজর রাখার পর এই অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে আটককৃতরা জামাত শিবিরের সদস্য।
এদিকে ঘটনা স্থল থেকে উদ্ধার হওয়া পরকালের পাসপোর্ট এটি লিখেছেন মোহাঃ জিল্লুর রহমান হাশেমি। পরকালের পাসপোর্টের বিক্রয় মূল্য ধরা হয়েছে মাত্র ৩৫ টাকা। বইটি অবিকল বাংলাদেশের পাসপোর্টের আদলে ডিজাইন করা। পরকালের এই পাসপোর্টের ভেতরে ইংলিশে নাম লিখা আছে,‘পাসপোর্ট টু দ্য ডে অব জাজমেন্ট’!
পরকালের এই পাসপোর্টটি ৩৬ টি অধ্যায়ের এবং পাতা হচ্ছে ৮০ টি, এর ভেতরে পরকালে বিভিন্ন বিষয় নিয়ে লিখা আছে যেমন কি পড়তে দেয়া হবে, কি খেতে দেয়া হবে, কি ধরেনের প্লেটে খাবার দেয়া হবে।
পাসপোর্টের এক অধ্যায়ে লিখা আছে বেহেশতের ভিসা কিভাবে পাওয়া যাবে, সেখানে বলা আছে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে যেমন ভিসা পাসপোর্ট লাগে ঠিক তেমনি পরকালেও বেহেশতে যেতে ভিসা পাসপোর্ট লাগবে, নাহলে কেউ সেখানে ঢুকতে পারবেনা। সেখানে আরও বলা হয় বেহেশতে যাওয়ার ভিসার সবার উপরে লেখা থাকবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’।
পরকালের পাসপোর্টের সাথে পুলিশ ঐ বাসা থেকে উদ্ধার করে ছয় কেজি গান পাউডার ও বোমা তৈরির ৬০ কেজির মতো সরঞ্জাম যা দিয়ে নাশকতা মূলক কাজের জন্য বোমা তৈরি করা হত বলে জানিয়েছে গ্রেফতারকৃতরা।