দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার নাসা ৪৫ বছর পর এপোলো ৮ থেকে মহাকাশচারীরা কিভাবে পৃথিবী উদয়ের ছবি তুলেছিলেন তার ভিডিও পুনঃপ্রকাশ করেছে।
২৪ ডিসেম্বর ১৯৬৮ সালে এপোলো ৮ যখন চাঁদের কক্ষপথে অবস্থান করছিল এবং সেই সময়ে মহাকাশচারীরা চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর উদয় হওয়ার অসাধারণ দৃশ্য ক্যামেরায় ধারন করেছিলেন।
এপোলো ৮ থেকে সেই সময়ে তোলা ছবিতে দেখা যায় একটি রঙিন সবুজ গ্রহ চাঁদ থেকে দেখা যাচ্ছে যেটি উদয় হচ্ছে ঠিক যেভাবে আমরা চাঁদ এবং সূর্যকে দেখি! আসলে এই গ্রহটিই হচ্ছে আমাদের সবার প্রিয় গ্রহ আমাদের আবাস ভূমি পৃথিবী। ছবিতে উজ্জ্বল রঙিন পৃথিবী ছাড়া আর কিছুই আশেপাশে দেখা যাচ্ছিলোনা চারিদিকে গুমোট অন্ধকার!
নাসার মহাকাশযান এপোলো ৮ এই ছবিটি তোলার ৪৫ বছরে পদার্পণ উপলক্ষে নাসা একটি ভিডিও প্রকাশ করেছে যেটি তৈরি করা হয়েছে ঐ সময়ে ধারন করা সরাসরি ভিডিও রেকর্ড থেকে এবং সে সময়ের তথ্যাদি থেকে। ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড কণ্ঠের মাধ্যমে ঐ সময়ে কিভাবে এসব ছবি তোলা হয়েছিল এবং অ্যাপল ৮ এর অবস্থান কেমন ছিল একই সাথে এপোলো ৮ এ মহাকাশযাত্রীরা কোন যায়গা থেকে ছবি ধারন করেছিলেন সব কিছু বর্ণনা দেয়া হয়েছে।
চলুন এবার দেখে নেয়া যাক সেই ভিডিওটিঃ
সূত্রঃ দি টেক জার্নাল