দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টারনেটের সাথে মানুষের সম্পৃক্ততা শহর থেকে গ্রামে সমান ভাবে ছড়িয়ে দিতে এবার আইসিটি বাংলাদেশ নতুন উদ্যোগ নিল, আইসিটি বাংলাদেশের গ্রাম গঞ্জে প্রায় ১ লাখ যায়গায় ইন্টারনেট ফ্রি হটস্পট তৈরির পরিকল্পনা নিয়েছে।
দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে, জুব সমাজ ইন্টারনেটকে কাজে লাগিয়ে নিজ নিজ মেধার সমন্বয় ঘটিয়ে নানান প্রযুক্তি বিষয়ক কাজে নিজেদের সম্পৃক্ত করছে। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারী বেসরকারি সেবা গ্রহণ করতে হলে ইন্টারনেট সংযোগ প্রয়োজন, দূর দূরান্ত থেকে খুব সহজেই বিভিন্ন কাজ সেরে নেয়া সম্ভব, ফলে সরকার চাইছে এসব সুবিধা গ্রাম বাংলায় পৌঁছে দিতে।
বাংলাদেশ আইসিটি সচিব নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়ে উঠছে এতে শহরের পাশাপাশি গ্রাম বাংলায় প্রত্যন্ত অঞ্চল সমূহের সাধারণ মানুষ, জুব সমাজকে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেষ্ট ফলে গ্রামের বিভিন্ন হাট বাজার এলাকায় ফ্রি ইন্টারনেট হটস্পট সুবিধা দেয়া সহ সেখানে অবকাঠামো বিনির্মাণে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন ডিজিটাল বাংলাদেশ তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা সমূহকে এগিয়ে আসতে হবে। গ্রামের সাধারণ মানুষের হাতের নাগালে ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি পৌঁছে দিতে পারলেই বাংলাদেশ পরিপূর্ণ ডিজিটাল বাংলাদেশে পরিণত হতে পারবে।
বর্তমানে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে খুব সহজেই যেমন বিভিন্ন কাজ করা সম্ভব একই সাথে নিজেদের অবস্থার পরিবর্তনও ঘটানো সম্ভব, ইন্টারনেটে রয়েছে বিপুল সম্ভাবনা, দক্ষ ও শিক্ষিত জনশক্তি কাজে লাগিয়ে প্রযুক্তি জ্ঞাতে বিপুল উন্নয়ন এবং দেশের বেকার সমস্যা সমাধান করা সম্ভব বলেও সরকারের উপর মহল মনে করছেন এর কারণেই প্রায় ৫৬ হাজার বর্গ মাইল এলাকা জুড়ে ইন্টারনেট হটস্পট তৈরি করা সহ হাট বাজারে ফ্রি ইন্টারনেট সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।