দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ মঙ্গলবার রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয় চোখ ধাঁধানো ফায়ার ওয়ার্ক এবং লেজার শো। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই শো চলে। হাজার হাজার উৎসুক নাগরিক এই শো দেখতে হাতিরঝিলে ভিড় জমান।
সংক্ষেপে:
- বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০০০০ মেগাওয়াট হয়ায় এই উৎসবের আয়োজন।
- প্রধান মন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
- উৎসবে লেজার শো এবং ফায়ার ওয়ার্কের আয়োজন কর হয়।
- উৎসব চলে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট পার করেছে, এই সাফল্যকে স্মরণ করে রাখতেই সরকারী তত্ত্বাবধায়নে আয়োজন করা হয় ফায়ার ওয়ার্ক এবং লেজার শো এর।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হয় হাতিরঝিলের ৪টি ঘাট থেকে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এই লেজার শো এর উদ্বোধন করেন এবং সাথে সাথে সম্পূর্ণ হাতিরঝিল এলাকা আলোক ঝলমলে এক আভায় ভরে যায়। শুরু হয় ফায়ার ওয়ার্ক এবং লেজার শো’র আলোর মিছিল।
উৎসব উপলক্ষে হাতিলঝিল এলাকায় সকাল থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সন্ধ্যায় উৎসব শুরু হলে হাজার হাজার মানুষ নান্দনিক হাতিরঝিলে এসে ভিড় করে।
দুই ঘন্টার এই মনোমুগ্ধকর লেজার শো এবং ফায়ার ওয়ার্কে রাতের হাতিরঝিল হয়ে উঠে উজ্জ্বল আলোয় আলোকিত।
চলুন ভিডিও’তে দেখি হাতিরঝিলের আলোর মিছিলের কিছু অংশঃ
http://youtu.be/Ope-utTn0d8