The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার [ট্রেলার ভিডিও]

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সুজান কলিন্সের উপন্যাসের ওপর নির্মিত মুভি ‘হাঙ্গার গেমস’ ২০১২ সালে পুরো বিশ্বব্যাপি বক্স অফিস মাতানোর পর এ বছর আবারও রুপালি পর্দায় ফিরে আসছে সিক্যুয়েল ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ নামে। সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চারধর্মী মুভিটি অ্যাকশন প্রিয় মুভি দর্শকদের বিপুল আগ্রহ সৃষ্টি করেছে।


The-Hunger-Games-Catching-Fire-soundtrack-608x608

বিশ্বরাজনীতিতে শক্তিশালী রাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য আর অনুগত রাষ্ট্রের ভৃত্যসুলভ আচরণ খুব দারুনভাবে রুপক অর্থে উপস্থাপন করা হয়েছে মুভিটিতে। ভবিষ্যৎ সময়ের সমৃদ্ধশালী নগর ক্যাপিটাল এবং এই নগরের অধীনস্থ ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করা অনুগত রাজ্যের গল্প নিয়ে মুভির কাহিনী। দ্য হাঙ্গার গেমস হলো সেই মরণপণ লড়াই যেখানে প্রতিটি দরিদ্র রাজ্যের দলকে অন্য রাজ্যের সাথে খেলতে হয় প্রাণঘাতী লড়াই। আর এই নৃশংস খেলা ‘ক্যাপিটাল’ বাসীর কাছে স্রেফ বিনোদন। জয়ের বিনিময়ে বিজয়ীরা পায় খাদ্য আর জীবন বাঁচানোর জন্য অর্থ। চুয়াত্তরতম হাঙ্গার গেমসে জয়ী হয়ে খেলার শর্ত অনুযায়ী ঘরে ফিরে পানাম রাজ্যের ক্যাটনিস আর পিটা। সেখানে এসে জানতে পারে পুরো রাজ্য জুড়ে ঘিরে উঠেছে ক্ষোভ আর বিদ্রোহের দানা। বিদ্রোহ আরও উসকে দিয়েছে ক্যাটনিস। ক্যাপিটাল রাজ্যের পতনের সূত্রপাত কি হবে এই বিদ্রোহের কারণে? ক্যাটনিস কি পিটাকে বিয়ে করবে নাকি গেইলের কাছে ফিরে যাবে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে মুভি দেখার মাধ্যমে।

মুভি সম্পর্কে কিছু তথ্যঃ

  • সায়েন্স ফিকশনধর্মী মুভিটি পরিচালনা করেছেন  ফ্রান্সিস লরেন্স – নভেম্বরের ২২ তারিখে মুক্তি পেতে পাবে এই সিক্যুয়েলটি।
  • ‘ক্যাচিং ফায়ার’ এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স – চরিত্রের নাম ক্যাটনিস, এছাড়াও দেখা যাবে লিয়াম হেমসওয়ার্থ, জস হাচারসন সহ প্রথম পর্বের অনেককেই।
  • ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’ মুভিতে ক্যাটনিস চরিত্রকে বেশি বাস্তবসম্মত করে তোলার জন্য কাঁচা মাছ খেতে হয়েছে জেনিফারকে
  • পহেলা অক্টোবর মুভিটির অগ্রীম টিকেট বিক্রি শুরু হওয়ার পর প্রায় অধিকাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে সমসাময়িক মুভিগুলোর মধ্যে হাঙ্গার গেমস বর্তমানে সবচেয়ে এগিয়ে।

এক নজরে ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’

  • নামঃ ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’
  • পরিচালকঃ ফ্রান্সিস লরেন্স
  • কাহিনী ও চিত্রনাট্যঃ সিমন বিউফয়, মিসেল আর্ন্ডট।
  • প্রযোজনাঃ নিনা জ্যাকবসন
  • স্টুডিওঃ লায়ন্সগেট
  • অভিনয়েঃ জেনিফার লরেন্স, লিয়াম হেমসওয়ার্থ, জস হাচারসন প্রমুখ
  • জেনারঃ সায়েন্স ফিকশন
  • ভাষাঃ ইংরেজি
  • মুক্তির তারিখঃ ২২ নভেম্বর,২০১৩
  • ফরম্যাটঃ থ্রিডি
  • IMDB লিংক

ভিডিও ট্রেলারঃ

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali