দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ গত ১৬ নভেম্বর শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে এক অতি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন অনলাইন সূত্র জানিয়েছে।
দুই নেত্রীর পুত্র এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির দুই উদীয়মান নেতৃত্ব হিসেবে বিবেচিত ব্যক্তির মাঝে লন্ডনে অনুষ্ঠিত এই সাক্ষাৎ এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর ইন্টারন্যাশনাল ডেভলাপম্যান্ট উপদেষ্টা আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের জন্য লন্ডন হিথ্রো বিমান বন্দর হয়ে সেন্ট্রাল লন্ডনের হিল্টন লেন পার্ক ইন হোটেলে উঠেন এবং সেখানেই জয় এবং তারেকের মাঝে বৈঠক হয়েছে বলে জানা গেছে।
জয়ের সম্পূর্ণ লন্ডন সফর অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে অনুষ্ঠিত হয় এবং সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা হওয়ার পরও লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে কোন রকম প্রোটোকল নেননি একই সাথে বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে কোন বিষয় জানেনা বলেই জানিয়েছে, অপর দিকে তারেক রহমান ও বৈঠকের বিষয়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেছেন।
সজীব ওয়াজেদ জয় শনিবারে যে লন্ডন সফর করেছেন এই বিষয়ে লন্ডন হিল্টন লেন পার্ক ইন হোটেলে ১৬ নভেম্বর ২০১৩ সজীব ওয়াজেদ জয় “ইন” এবং ১৭ নভেম্বর ২০১৩ রবিবার “আউট” হয়ে যাওয়ার তথ্য সংরক্ষিত আছে বলে জানিয়েছে প্রিয় ডটকম।
এদিকে বাংলাদেশের প্রধান মন্ত্রীর ডিপুটি প্রেস সেক্রেটারী জনাব আশরাফুল আলম খোকন অবশ্য জয়-তারেকের মাঝে বৈঠকের বিষয়ে জানিয়েছেন এধরণের কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি।
তবে ঘটনা যাই হোক বর্তমান দেশের পারিপার্শ্বিক অবস্থা এবং রাজনৈতিক সংকটের বিষয় মাথায় রেখে এই মুহূর্তে যদি এই দুই তরুণ নেতার মাঝে বৈঠক হয়েও থাকে তা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি ঘটনা বলা চলে।