দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ একসময়ের রেসিং কার জগতে ঝড় তোলা গাড়ী Golf GTI এর নতুন সংস্করণ 500bhp Golf GTI বাজারে আনছে বিখ্যাত গাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভক্সওয়াগন । এই গাড়ী ৩.৯ সেকেন্ডের মাঝেই ০ থেকে ৬০ মাইল গতিতে ছুটে যেতে পারে! যা অন্যান্য প্রথম সারির রেসিং গাড়ী থেকে কোন অংশে কম নয়।
অনেক পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে ভক্সওয়াগন এর ডিজাইন এবং Golf GTI এর ধারণা থেকে তৈরি হল 500bhp Golf GTI, গাড়ীটি তৈরির সম্পূর্ণ প্রাথমিক ধারণা এবং ডিজাইন তৈরি করা হয়েছে মাত্র ৬ মাসের মাঝে। গাড়ীটির ভেতরের ক্যাবিনেট রেসিং গাড়ীর কেবিনেটের মতোই তৈরি করা হয়েছে এবং এটি সম্পূর্ণ শব্দপ্রতিরোধী। এর ক্যাবিনেটে দুইজন মানুষ বসার যায়গা রয়েছে।
গাড়ীটির ডিজাইনের দিকে খেয়াল করলে দেখা যাবে এর সামনের দিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে এটি দেখলেই এর ইঞ্জিনের ক্ষমতার বিষয়ে একটি ধারণা তৈরি হবে দর্শকের! এছাড়া চলার সময় এর বাতাস কেটে যাওয়ার জন্য উচ্চ প্রযুক্তির ডিজাইন সকলের নজর কাড়বে। এটি পরিবেশ সম্মত কারণ এর ইঞ্জিন থেকে কোনোরূপ কার্বনডাই অক্সাইড নির্গত হবেনা।
একজন চালক হিসেবে যে কেউ এই গাড়ীর চালকের আসনে বসে আরামবোধ করবেন একই সাথে এর সীট অন্যান্য গাড়ীর সীট থেকে সম্পূর্ণ আলাদা এবং আধুনিক, এই গাড়ীর চালক এবং পাশের সীটের যাত্রীর জন্য সীটের পেছনেই রাখা আছে দুটি নিরাপত্তা হেলমেট।
500bhp Golf GTI এর সর্বোচ্চ গতি ১৮৬ মাইল প্রতি ঘন্টা! এই উচ্চ গতি সাধারণত আধুনিক প্রথম সারির রেসিং কার এর সাথে 500bhp Golf GTI টক্কর দিতে যথেষ্ট।
এর মূল্য ধরা হয়েছে £3.4 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৪২ কোটি টাক!
এবার চলুন জেনে নেই 500bhp Golf GTI এর কনফিগারেশানঃ
0-62mph 3.9sec
Top speed 186mph
Economy N/A
CO2 N/A
Kerb weight N/A
Engine VR6, twin-turbo, petrol
Power 496bhp at 6500rpm
Torque 413lb ft at 4000-6000rpm
Gearbox 6-spd dual clutch auto