দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার Essdras M Suarez টানা দুই সপ্তাহ কাটিয়েছেন আফ্রিকান দেশ Kenya ও Tanzania তে। সেখানে কাটানো সময়ে তিনি আফ্রিকার ওয়াইল্ড লাইফের অসাধারণ কিছু ছবি তুলে নিয়ে এসেছেন যা সত্যি অসাধারণ! চলুন একে একে দেখে নিই Essdras M Suarez এর তোলা মোট ২৭ টি ছবির মাঝে আমাদের বাছাই করা ১৫টি অসাধারণ ছবি।
১।
ছবিতে বেগুনি ব্রেস্টেড পাখিটি শূন্যে উড়তে উড়তে খাবার শিকার করছে।
২।
সিংহের এমন রাগান্বিত চেহারা দেখে কেউ কি নির্ভয় থাকতে পারবে? হ্যাঁ চিত্র গ্রাহক Essdras M Suarez সরাসরি এই ছবিটি ক্যামেরায় তুলে এনেছেন।
৩।
কেনিয়ার Serengeti জাতীয় উদ্যানে দিনের শেষ নেমে আসছে জিরাফ মাথা উঁচু করে নীড়ে ফিরছে একই সাথে এই ছবিতে আফ্রিকার অসাধারণ সূর্যাস্ত ফুটে উঠেছে।
৪।
এটি তানজানিয়ার একটি উদ্যানে সিংহ রাজত্ব, রাতে এই সিংহ সম্প্রদায় মহিষটিকে শিকার করেছে।
৫।
সিংহের মহাভোজ।
৬।
দক্ষিণ তানজানিয়ার এই সিংহি তার শাবক নিয়ে প্রতাপে বিচরণ করছে।
৭।
এই agama lizard সূর্যে নিজের শীতল শরীর গরম করতে ব্যস্ত।
৮।
ছবিতে দেখা যাচ্ছে বিশাল বিচরণ ক্ষেত্রে হরন সমূহ নির্ভয়ে খাবার খাচ্ছে! ছবিটি তাঞ্জানিয়া থেকে তোলা।
৯।
পুরুষ এবং মহিলা ostrich এর খেলা!
১০।
ছবিটি কেনিয়ার Masai Mara Reserve উদ্যানের, জেব্রার দল বিচরণ করছে।
১১।
অসংখ্য বন গরুর (Wildebeests) ভিড়ে একটি জেব্রা! ছবিটি তোলা হয়েছে Masai Mara Triangle এলাকা থেকে যেটি কেনিয়া এবং তানজানিয়ার সীমান্ত এলাকা।
১২।
অসংখ্য ওয়াইল্ড বিস্ট নদী পার হয়ে তানজানিয়ার অন্য কূলে যাচ্ছে, উল্লেখ্য নদীটি আফ্রিকান ভয়ংকর কুমিরে পরিপূর্ণ!
১৩।
কেনিয়া থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে একটি মা হাতি তার শাবক’কে মমতায় আগলে রেখেছে।
১৪।
এখানে এই কেনিয়ান চিতা বাঘ’টি একটু বিশ্রাম নিচ্ছে, হয়ত এই বিশ্রাম কিছুক্ষণ পরেই শিকারের উদ্দেশ্যে দুরন্ত গতিতে ছুটে যাওয়ার জন্যই নিজেকে তৈরি করা।
১৫।
Masai Mara Reserve উদ্যান থেকে তোলা এই ছবিতে বিস্তীর্ণ উদ্যান দেখা যাচ্ছে। সেখানে বিচরণ করছে কিছু এন্টিলোপ বা কৃষ্ণসার হরিণ।
ছবির জন্য কৃতজ্ঞতাঃ Essdras M Suarez/EMS Photography
সূত্রঃ boston