দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ প্রতিনিয়ত ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন নতুন পরিবর্তিত ব্যবস্থা,এবার ফেসবুক নতুন সুবিধা হিসেবে ‘Save for Later‘ নামের নতুন ব্যবস্থা নিয়ে আসতে যাচ্ছে।
বিশ্ব বিখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘Save for Later‘ নামে নতুন ব্যবস্থা সংযুক্ত করতে যাচ্ছে ইতোমধ্যে এই সুবিধা পরীক্ষামূলক ভাবে ফেসবুকের কিছু সংখ্যক ব্যবহারকারী পেতে শুরু করেছে।
‘Save for Later‘ এই ব্যবস্থায় ফেসবুক ব্যবহারকারীরা যদি নিউজ ফিডে কোন লিঙ্ক ক্লিক করে ঐ সময়ে পড়ার সময় না পান তবে পরবর্তীতে পড়ার জন্য সেভ করে রাখতে পারবেন। বর্তমানে ফেসবুকের গবেষণায় দেখা গেছে ফেসবুকে শেয়ারকৃত বিভিন্ন লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীরা তাতে ক্লিক করেন না। কিংবা ঐ সংবাদ বা সূত্র তাৎক্ষণিক ভাবে পড়ে দেখেন না।
‘Save for Later‘ ব্যবস্থায় আপনি ফেসবুকে আপনার নিউজ ফিডে আসা কোন লিঙ্ক যা আপনার কোন বন্ধু কিংবা কোন পেইজ শেয়ার করেছে তা তাৎক্ষণিক পড়তে না চাইলে এবং পরে ফ্রি সময়ে পড়ার ইচ্ছে থাকলে পড়তে পারবেন কারণ সকল লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে যুক্ত হবে একটি আলাদা Save for Later‘ নামের বাটন!
ফেসবুক ইতোমধ্যে যে সব ব্যবহারকারীদের এই সুযোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে ফেসবুক প্রত্যাশা অনুযায়ী সাফল্য পেয়েছেন, বর্তমানে দেখা যাচ্ছে অনেক ফেসবুক ব্যবহারকারী যাদের পরীক্ষামূলক ভাবে Save for Later‘ সুবিধা দেয়া হয়েছে তারা বিভিন্ন লিঙ্ক সেভ করে রেখে পরে নিজের সুবিধা মত সময়ে ঐ লিঙ্কে গিয়ে ঘুরে আসছেন।
ফেসবুক যদিও এই Save for Later‘ সুবিধা পরীক্ষামূলক ভাবে কিছু সংখ্যক ব্যবহারকারীদের জন্য চালু করেছে তবে আশা করা যাচ্ছে খুব শীগ্রই এই সুবিধা সকল ব্যবহারকারীদের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।
সূত্রঃ দিটেকজার্নাল