দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ আজ শনিবার থেকে আবার টানা ৭২ ঘন্টা অবরোধ ডেকেছে বিএনপি-জামাত নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্য জোট। আজ ভোর ৬ টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচী পালিত হবে।
শুক্রবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক সংবাদ ব্রিফিংয়ে ১৮ দলের পক্ষ থেকে দলীয় এই কর্মসূচীর ঘোষণা দেন বিএনপি । এসময় রুহুল কবির রিজভি বলেন, “শনিবার সকাল ৬ থেকে টানা ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচী পালন করবে ১৮ দল,সরকারের এক তরফা নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসীলের প্রতিবাদে, এবং বিএনপি সহ ১৮ দলীয় নেতাদের গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া ,নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই অবরোধ কর্মসূচী ঘোষণা করা হল।”
রুহুল কবির রিজভি আরও বলেন,” সরকার নিজেরাই বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে এবং মানুষ মারছে, কিন্তু বিএনপি সহ ১৮ দলের উপর দোষ চাপাচ্ছে। সরকার সারাদেশে বিএনপি সহ ১৮ দলের নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশি অভিযান চালাচ্ছে এবং নেতাদের না পেলে পরিবারের মহিলাদের ধরে নিয়ে যাচ্ছে।”