দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ভোর থেকে শুরু হয়েছে ১৮ দলের টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি। গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দুই জনকে।
১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি শুরুর ঠিক আগ মুহূর্তে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে গভীর রাতে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার ভোর ৪টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এ সময় বিএনপির নির্বাহী সদস্য বেলাল আহমেদকেও আটক করে ডিবি। রিজভী ও বেলালকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের ডিবি অফিসে নেয়া হয়েছে। ১৮ দলের চলমান আন্দোলনে ১৮ দলের একমাত্র মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুহুল কবির রিজভী। এদিকে রিজভীর অনুপস্থিতিতে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
এর আগে গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। টানা এই অবরোধ আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে। নেতা কর্মীদের গ্রেফতার, নতুন করে গাড়ি পোড়ানো মামলায় কেন্দ্রীয় নেতাদের সম্পৃক্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে কর্মসূচি শুরু হলেও রাজধানীতে উল্লেখযোগ্য কোন নাশকতার ঘটনা ঘটেনি। তবে রাজশাহীতে গত রাতেই গাড়ি ভাংচুর সহ ব্যাপক সহিংসতা ঘটেছে।