দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ পৃথিবী জুড়ে তৈরি হওয়া অসাধারণ কিছু ভিজিটিং/বিজনেস কার্ড নিয়ে আজকের দি ঢাকা টাইমেসের আয়োজন, চলুন আপনাদের অসাধারণ আইডিয়া সমৃদ্ধ কিছু কার্ডের সাথে পরিচয় করিয়ে দিই।
১। চেয়ার ধরণের কার্ডঃ
এধরণের বিজনেস কার্ড দেখে সাধারণ মনে হলেও আপনি একে খললে এটি একটি চেয়ারে পরিণত হবে।
২। স্বচ্ছ তথা ট্রান্সপারেন্টঃ
এই কার্ডটি দেখুন! এটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, এটি একটি অ্যাডফার্মের বিজনেস কার্ড।
৩। সাধারণ বা সিম্পলঃ
এই কার্ডটি দেখে কি সিম্পল মনে হচ্ছে! আমরা ওজন মাপাতে গেলে যে টকেন পাই ঠিক তেমন একটি কাগজে একটি সিম্পল বিজনেস কার্ড তৈরি করেছে এই ফার্ম।
৪। মেটালিক কার্ডঃ
এধরণের কোন কার্ড আপনি দেখেছেন? সম্পূর্ণ মেটালের উপর মেসিনে খোদাই করে ফার্মের নাম এবং ঠিকানা লিখা আছে এই কার্ডে!
৫। ঘরের চালাঃ
এই কার্ড দেখেই মনে হচ্ছে ঘরের চালা! এই ধরণের কার্ড তৈরিতে কাগজ সাশ্রয় এবং ডিজাইন উভয়ই করা সম্ভব হয়েছে। ক্রিয়েটিভ আইডিয়া বলা যায়।
৬। ম্যাজিক কার্ডঃ
হ্যাঁ এই কার্ড নাম যেমন কাজেও তেমন, এটি অনেকটা মোবাইল কোম্পানিদের ব্যালেন্স রিচার্জ কার্ডের মতোই আপনাকে এই কার্ডে ঘষে ভেতরের বার্তা পড়ে দেখতে হবে।
৭। হ্যালো ভিজিটিং কার্ডঃ
এ ধরণের কার্ড দুই ভাগে ভাজ করা থাকে বাইরের দিকে থাকে ফার্মের ঠিকানা নাম অন্যান্য বিষয়, ভেতরে থাকে হ্যালো লিখা। সত্যি কার্ডটির কনসেপ্ট অসাধারণ!
৮। বৃত্তাকার কার্ডঃ
দেখতে কয়েনের মত হলেও এটি একটি ভিজিটিং বিজনেস কার্ড! মাঝে ফার্মের লগো এবং ধাঁর ঘেঁষে বৃত্তাকার করে যোগাযোগ ঠিকানা লিখা!
৯। ছাঁচ কাঁটা কার্ডঃ
মোটা পেপারে ছাঁচ কেটে অর্থাৎ অনেকটা খোদাই করে ফার্মের নাম ঠিকানা লিখা হয়েছে এই কার্ডে। দেখেছেন কখনো এমন কার্ড?
১০। ক্যামেরা আকৃতির কার্ডঃ
এই কার্ড দেখেই বুঝা যাচ্ছে এটি অসাধারণ একটি ধারণার বহিঃপ্রকাশ। সম্পূর্ণ কার্ডের বাইরের অংশে রয়েছে ক্যামেরার আকৃতি এবং ফার্মের নাম, ভেতরে রয়েছে যোগাযোগের ঠিকানা।
সূত্রঃ Weblyest