দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ইসরায়েলের জেরুসালেমে প্রায় ১০ হাজার বছর পুরোনো বসত বাড়ির সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ববিদরা। ধারণা করা হচ্ছে এই সময়েই মানুষের উন্নতির যুগের সূচনা হয়েছিল, এসময়ে মানুষ বাড়ি-ঘর, পশু পালন এবং স্থাপনা নির্মাণ কৌশল আয়ত্ত করে।
ইসরায়েলের জেরুসালেমে পাওয়া এই পুরাতত্ত্ব বিষয়ে গবেষকরা ইতোমধ্যে জানিয়েছেন এসব Judean Shephelah নামের জাতির তৈরি। ঠিক এই সময়টায় মানব সভ্যতার নগরায়ন যুগের সূচনা ঘটে। বিশেষজ্ঞ দলের প্রধানের তথ্য মতে ঠিক আজ থেকে ১০ হাজার বছর আগে এই স্থাপনা সমূহ নির্মাণ করা হয়েছে বলে তাদের কাছে প্রমান রয়েছে। কিন্তু এতদিন ধারণা করা হত ঐ সময়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে হয়ে নিজেদের জন্য খাবার সংগ্রহ করত! কিন্তু এখানেই মানব ইতিহাসের এই ধারণাকে বদলে দিচ্ছে, কারণ বর্তমানে ইসরায়েলের জেরুসালেমে পাওয়া স্থাপনা সমূহ বলছে সেই সময়ে মানুষ নিজেদের থাকার জন্য আলাদা কলোনী নির্মাণ এবং বসত বাড়ি তৈরি করেছিল যা এখন উদ্ধার হয়েছে।
তিনি আরও জানান,” এখানে দেখা যাচ্ছে ঐ সময়ে মানুষ নিজেদের স্থায়ী বসত বাড়ি তৈরি করেছে এবং পশু পাখি পালন এবং চাষাবাদ করত তারা! এটি হচ্ছে আসল বিবেচ্য বিষয় কারণ আমাদের এতদিন ধারণা ছিল ঠিক সেই সময় মানুষ যাযাবর শ্রেণীর ছিল!”
বিল্ডিং এর খুব কাছেই প্রত্নতত্ত্ববিদরা কিছু পুরাতন এন্টিক ব্যবহার্য জিনিস পেয়েছেন যা ছিল অত্যন্ত মূল্যবান, বর্তমান সময়েও এসব জিনিস মহামূল্যবান বলেই মত দিয়েছেন ইসরায়েলের এন্টিক অথরিটির প্রধান। তিনি বলেন, “আমরা বর্তমানে সেলুলার ফোন অথবা কম্পিউটারকে যেমন মূল্যবান ভাবী সেই সময় ঐ সব মানুষের কাছে এখন উদ্ধার হওয়া এসব এন্টিক জিনিস পত্রও অনেক মূল্যবান ছিল।”
প্রত্নতত্ত্ববিদরা জানান তারা উক্ত স্থানে বেশ কিছু আলাদা আলাদা বিল্ডিং খুঁজে পেয়েছেন যা ৬ হাজার বছর পুরোনো হবে একই সাথে কিছু পাথরের তৈরি ৪ ফুট ৩ ইঞ্চি উঁচু দেয়ার দেখেছেন যা কোন মন্দিরের অবশেষ হতে পারে।
গবেষকদের একজন Dr. Amir Golani বলেন, “বিশাল এই খনন প্রক্রিয়া আমাদের ঐ সময়ের বিষয়ে আরও বিস্তারিত তথ্য খুঁজে পেতে সাহায্য করছে, ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি ব্রোঞ্জ যুগের আগে অর্থাৎ ৫০০০ বছর আগেও মানুষ নিজেদের জন্য স্থায়ী নিবাস ব্যবহার করতো! এখানে আমরা আরও দেখতে পাচ্ছি তারা সেই সময়ে অত্যন্ত পরিকল্পনা অনুযায়ী এসব স্থাপনা তৈরি করেছিল।”
সূত্রঃ TheDailymail