দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ বর্তমান বিশ্বে শিক্ষা ব্যবস্থা সাথে ইন্টারনেট প্রযুক্তি অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি বিষয়, স্কুল সুমুহের ছাত্রদের জন্য মার্ক জাকারবার্গ ও বিল গেটস ফাউন্ডেশন মিলে দ্রুত গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এক যোগে কাজ করবে।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় রিমোট এডুকেশন অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি বিষয়, একই সাথে রিমোট এডুকেশন সহ স্কুলের আনুষঙ্গিক বিভিন্ন বিষয় রয়েছে যা ইন্টারনেটের উপরে নির্ভরশীল ফলে খুব কম স্কুল রয়েছে যারা ছাত্রদের জন্য দ্রুত গতির ইন্টারনেট প্রযুক্তির ব্যবস্থা করতে পারছে।
মার্ক জাকারবার্গের Education initiative এবং বিল গেটসের Gates’ Foundation এর যৌথ প্রয়াসে কেবল মাত্র সমগ্র যুক্তরাষ্ট্রে সকল স্কুলে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হবে। EducationSuperHighway নামের মার্ক জাকারবার্গ ও বিল গেটসের নতুন এই যৌথ তহবিলে এখন পর্যন্ত ৯ মিলিয়ন ডলার অনুদান যুক্ত হয়েছে, এই তহবিল সম্পূর্ণ অ-লাভ জনক একটি ফাউন্ডেশন হিসেবে কাজ করবে।
এই বিষয়ে মার্ক জাকারবার্গ বলেন, “যখন স্কুল এবং শিক্ষকরা উন্নত দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করবে এতে করে ছাত্ররা আরও বেশি জানার এবং শেখার সুযোগ পাবে।”
এর আগে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা বছরের শুরুর দিকে বলেছিলেন, “বর্তমানে দেশের ৮০% স্কুলে উন্নত মানের ইন্টারনেট সংযোগ নেই, আমি চাই এই বছরের মাঝেই ৯৯% স্কুল উন্নত ইন্টারনেট সংযোগের আওতায় আসুক।” তবে বিষয়টি শুনতে ভালো লাগলেও তা বাস্তবায়িত হয়নি এখনও।
এখনও আমেরিকাতে অনেক স্কুল রয়েছে যেখানে ইন্টারনেট সংযোগ নেয়ার মত অবস্থা নেই, সেই সব স্কুলে অবশ্যই মার্ক জাকারবার্গ কিংবা বিল গেটসের মত কিছু মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
সূত্রঃ দি টেকজার্নাল