দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ এশিয়ার কমিউনিস্ট শাসিত দেশ উত্তর কোরিয়ার শাসক Kim Jong-un তার সরকারের প্রভাবশালী ব্যক্তিত্ব নিজের খালুকে দুর্নীতির এবং সরকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে সামরিক আইনে মৃত্যু দণ্ড দিয়েছেন।
উত্তর কোরিয়া বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে স্পর্শ কাতর একটি রাষ্ট্র যারা নিজেদের আভ্যন্তরীণ কন কিছুই বাইরের কারোর সাথে আলোচনা কিংবা জানাতে অপছন্দ করে, সেখানকার বর্তমান একনায়ক নেতা Kim Jong-un যে কিনা পিতা Kim Jong-il থেকে ক্ষমতা পান, আজ তিনি তার আপন খালুকে বিচার করেছেন দেশের সামরিক আইনে!
Kim Jong-un এর খালু Chang Song-thaek বর্তমান উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচিত ছিলেন কিছুদিন আগেই, গত সপ্তাহে Chang Song-thaek থেকে সকল সামরিক ক্ষমতা কেড়ে নেয়া হয় এবং তার উপর দুর্নীতির অভিযোগ আনা হয় একই সাথে মদ্যপান করে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অভিযোগ ও আনা হয়েছে।
উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে ইতোমধ্যে Chang Song-thaek এর মৃত্যু দণ্ড কার্যকর হয়ে গেছে কিন্তু ঠিক কবে এবং কথায় এই দণ্ড কার্যকর করা হয়েছে তা তারা জানায়নি। এদিকে গত সপ্তাহে KCNA এর সংবাদে দেখা গেছে Chang Song-thaek কে কয়েকজন আর্মি সেয়া হাতে হাত কড়া পড়িয়ে গাড়িতে তুলছেন।
পিতার নিকট হতে খুব অল্প বয়সে ক্ষমতা পাওয়ার পর এটি হচ্ছে Kim Jong-un এর নেয়া বাবার সময় কার রাষ্ট্রীয় সর্বোচ্চ কোন নেতার বিরুদ্ধে ব্যবস্থা!
এর আগে অবশ্য Kim Jong-il যখন দুই বছর আগে মৃত্যু শয্যায় নিজের সন্তান Kim Jong-un কে ক্ষমতা প্রদান করেন সে সময় Chang Song-thaek তার ভাগ্নেকে বলেছিলেন কুকুরের চেয়েও অধম! সেই থেকে Kim Jong-un তার খালু Chang Song-thaek এর বিষয়ে একটু কঠোর বলে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম KCNA জানায়।
এদিকে Chang Song-thaek মৃত্যুর বিষয়ে হোয়াইট হাউজ জানিয়েছে ঘটনার সত্যতা এখনও নিশ্চিত নয়, তবে এমনটা হওয়া অস্বাভাবিক নয় কারণ উত্তর কোরিয়ার নেতা আগে থেকেই উগ্রবাদী, এই ঘটনা যদি সত্যি হয় তবে এটি সেখানকার একনায়ক তন্ত্রের আরেকটি রূপ দেখা গেল।
সূত্রঃ বিবিসি
ধন্যবাদান্তেঃ Reuters