দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোটবেলায় দেখা ‘গডজিলা’ মুভির কথা মনে আছে? সর্বপ্রথম জাপানি সিনেমাতে দেখানো হয় এক ধরনের অদ্ভুত দৈত্যাকার প্রাণী যার নাম কাইজু – তারই উৎকৃষ্ট হলিউডি ভার্সন হল গডজিলা। এই গডজিলাকে নিয়ে নির্মিত হয়েছে সায়েন্স ফিকশন মুভি গডজিলা। সম্প্রতি ইউটিউবে এই মুভির ট্রেলার মুক্তির পর প্রচুর দর্শক হুমড়ি খেয়েছেন ট্রেলারটি দেখার জন্য এবং প্রচুর হিট পেয়েছে ভিডিও ট্রেলারটি।
গডজিলা নামক বিশাল আকৃতির দৈত্যাকার পশু হানা দিয়েছে পৃথিবীতে, যদিও এদের সৃষ্টি বৈজ্ঞানিক পদ্ধতিতেই বলা যায় – মানুষ নিজেই নিজের ধ্বংস ঢেকে এনেছে। মানবজাতিকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সে। কোনভাবেই থামানো যাচ্ছে না তাকে। তার হাত থেকে কি নিস্তার নেই মানুষের কিংবা পৃথিবীর? এমন আশংকার মুখোমুখি হয়ে একদল কমান্ডো পাঠানো হলো গডজিলা ধ্বংসে। তারা কি পারবে পৃথিবী এবং মানব জাতিকে রক্ষা করতে? উত্তর জানতে মুভির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মুভি সম্পর্কিত কিছু তথ্যঃ
- হলিউডে ১৯৯৮-এ মুক্তি পাওয়া ‘গডজিলা’ মুভিটি প্রচুর সাড়া জাগিয়েছিল। বলা হয় সেই মুভির রিবুট ভার্সন হচ্ছে নতুন ‘গডজিলা’ মুভিটি। মুভিটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস।
- মুভিটি প্রযোজনায় আছে বিখ্যাত প্রযোজনা সংস্থা লিজেন্ডারি পিকচার্স ও ওয়ার্নার ব্রস পিকচার্স। মুভিটির বাজেট ১৬০ মিলিয়ন ডলার। মুভিটি জাপানেও মুক্তি দেওয়া হবে জাপানীজ ভাষায়।
- মুভিতে অভিনয় করেছেন কিক অ্যাস খ্যাত অ্যারন টেইলর জনসন, ব্রায়ান ক্র্যান্সটন, এলিজাবেথ ওলসেন প্রমুখ।
- মুভির ট্রেলার ইউটিউবে মুক্তির পরপরই পেয়েছে প্রচুর দর্শকপ্রিয়তা। এখন পর্যন্ত ট্রেলারটি দেখা হয়েছে এক কোটি বারেরও বেশিবার। দর্শকদের আগ্রহ দেখে মুভিটি সাফাল্য নিয়ে আশাবাদী পরিচালক।
- মুভিটি সারা পৃথিবীতে মুক্তি দেওয়া হবে ২০১৪ সালের ১৬ মে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।
মুভির ট্রেলারঃ