দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ Comb Jellie হচ্ছে অনেকটাই জেলি ফিশের মতই তবে সকল Comb Jellie জেলি দিয়ে তৈরি হলেও তাঁরা জেলিফিশ নয়। পৃথিবীতে প্রানের অস্তিত্ব আবিষ্কারের প্রথম ভাগ থেকেই এসব Comb Jellie পৃথিবীতে রয়েছে। সম্প্রতি গবেষকরা Comb Jellie এর ডিএনএ পরীক্ষা করে চমকে যাওয়ার মতই তথ্য আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সকল প্রাণীর অস্তিত্ব Comb Jellie থেকেই বিকশিত হয়েছে।
সাগরের জেলিরা এমন এক প্রাণী যাদের জীবন আছে আবার এরা স্বচ্ছ জেলির আবরণে আবৃত, অভিকর্ষ বলের প্রভাবে এরা সাগরের উপরে এবং নিচে নেমে নিজেদের জন্য খাবার সন্ধান করে। এরা সৃষ্টির প্রাচীনতম প্রাণী, সম্প্রতি University of Miami এবং the National Human Genome Research Institute (NHGRI) এর গবেষকরা অ্যাটলান্টিক মহাসাগর থেকে Comb Jellie এর একটি প্রজাতি Mnemiopsis leidyi ধরে এনে ল্যাবে পরীক্ষা চালান, গবেষকরা Mnemiopsis leidyi এর ডিএনএ পরীক্ষা করে আশ্চর্যজনক তথ্য পান। Mnemiopsis leidyi এর ডিএনএ পৃথিবীর প্রাণী সমূহের সাথে কথাও না কথাও কিছুনা কিছু মিল রয়েছে!
Mnemiopsis leidyi এর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাওয়া তথ্য থেকে প্রমান হয় পৃথিবীর অন্যান্য প্রাণী কুলের মাঝে কোন না কোন ভাবে কম্ব জেলি নিজের ডিএনএ বিকশিত করেছে আর বিজ্ঞানীরা ধারণা করছেন পৃথিবীতে প্রান সৃষ্টির মূল ভূমিকায় রয়েছে এসব কম্ব জেলি।
নিচের ভিডিওতে দেখুনঃ
সূত্রঃ দি টেক জার্নাল